বেচেঁ থেকেও আজ আমি মৃত! [আত্মকথা-০৫]

বেচেঁ থেকেও আজ আমি মৃত! [আত্মকথা-০৫]

Background Music


আমিও একজনকে অসম্ভব ভালোবেসেছি কিন্তু ভালোবাসার যোগ্য সে না। বাড়িতে বিয়ের কথা উঠে তখন সবার সাথে যুদ্ধ করি। এমনকি যে ছেলের সাথে বিয়ের কথা চলে তাকেও বলছি যে আমার একজন আছে। তাকে ভীষণভাবে ভালোবাসি।

আমার পরিবারের কথা না ভেবে আমার মানসন্মানের কথা না ভেবে আমি লড়ে যাই। রাত ৩ টায় যখন সবাই ঘুমায় তখন হামাগুড়ি দিয়ে আব্বুর ফোন লুকিয়ে নিয়ে কথা বলি। সে আমাকে বলে ভোরে পালিয়ে আসো, বোকা আমি ভোরে পালাতে যাওয়ার সময় বড় কাকু দেখে ফেলে।

সবাই মিলে এতো মারে আমার হাটার ক্ষমতা হয়তো হারিয়ে গেছে তাও আমি কারো কথা শুনিনা। এই কাঠফাটা রোদে সবাই আমাকে শিকল দিয়ে বেধে রাখে তাও লড়ে যাই। কারো কথা শুনিনা। আব্বু অসুস্থ হয়ে পরে তাও শুনিনা।

তারপর সবাই মিলে আমাকে রাখতে না পেরে ছেলেকে কল দেয় আসো। নিয়ে যাও। ছেলের মা বাবা আমাকে অনেক ভালেবাসতো রোজ কথা বলতোতারা মানা করে দিলো। যেই ছেলে টাকে এতো ভালোবাসছি এতো কিছু করছি সেই ছেলে আমাকে ধোকা দিলো, এলো না। আমার অতীতের কিছু কথার দোহাই দিয়ে চলে গেলো। আজ আমি বিছানাগত উঠতে পারিনা।

আমি কাকে ভালেবাসছিলাম? আমার আফসোস! আল্লাহ তুৃমি কারো সাথে এমন করো না।  বেচেঁ থেকেও আজ আমি মৃত। 

 লাবনি 


Report This Post

All sources, including information, images, and videos, for our posts are listed here . If there are any copyright claims, please report this post or contact us or mail at info@beeblogquester.com.