1. The requester must provide accurate details of the patient (name, age, blood group, hospital name, and location) to avoid any confusion.
2. The requester must have a proper prescription from a recognized doctor or hospital.
3. The requester must provide their contact details (phone number, email, and address) for follow-up and future communication.
4. The requester must not misuse the donated blood for any illegal or unethical purposes.
1. কোনো বিভ্রান্তি এড়াতে অনুরোধকারীকে অবশ্যই রোগীর সঠিক বিবরণ (নাম, বয়স, রক্তের গ্রুপ, হাসপাতালের নাম এবং অবস্থান) প্রদান করতে হবে।
2. অনুরোধকারীর অবশ্যই একটি স্বীকৃত ডাক্তার বা হাসপাতালের কাছ থেকে একটি সঠিক প্রেসক্রিপশন থাকতে হবে।
3. ফলো-আপ এবং ভবিষ্যতে যোগাযোগের জন্য অনুরোধকারীকে অবশ্যই তাদের যোগাযোগের বিবরণ (ফোন নম্বর, ইমেল এবং ঠিকানা) প্রদান করতে হবে।
4. অনুরোধকারী অবশ্যই দানকৃত রক্তের কোনো অবৈধ বা অনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার করবেন না।
1. The donor must be 18 years or older.
2. The donor must have a minimum weight of 50 kg.
3. The donor must have a hemoglobin level of at least 12.5 g/dL.
4. The donor must not have any infectious diseases (such as HIV, Hepatitis B or C, malaria, etc.)
5. The donor must not have consumed alcohol or any drugs at least 24 hours before donating blood.
6. The donor must not have donated blood in the last 3 months.
7. The donor must inform the concerned authorities if they feel any discomfort or pain during or after the blood donation.
1. দাতার বয়স 18 বছর বা তার বেশি হতে হবে।
2. দাতার সর্বনিম্ন ওজন 50 কেজি হতে হবে।
3. দাতার হিমোগ্লোবিনের মাত্রা কমপক্ষে 12.5 গ্রাম/ডিএল থাকতে হবে।
4. দাতার অবশ্যই কোনো সংক্রামক রোগ (যেমন HIV, হেপাটাইটিস বি বা সি, ম্যালেরিয়া, ইত্যাদি) থাকা যাবে না।
5. রক্তদানের কমপক্ষে 24 ঘন্টা আগে দাতা অবশ্যই অ্যালকোহল বা কোনো ওষুধ সেবন করবেন না।
6. দাতা অবশ্যই গত 3 মাসে রক্ত দান করেননি।
7. রক্তদানের সময় বা পরে রক্তদাতা কোনো অস্বস্তি বা ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই জানাতে হবে।