ইসলামের জয়!

ইসলামের জয়!


এক মাদ্রাসার শিক্ষক প্রতিদিন একটি নির্দিষ্ট বাসে করে বাড়ি থেকে মাদ্রাসায়  আসা যাওয়া করতো। তাই সেই বাসের সকল হেল্পার তাকে চিনে। একদিন হুজুর ভাড়া দিলো ফিরতি টাকা হিসাবে ৫০ টাকা তিনি বেশি পেলো। হুজুর ভাবলো হেল্পার হয়তো ভুল করে ৫০ টাকা বেশি দিয়েছে। তাকে টাকাটা ফেরত দিতে হবে। কি হবে এই ৫০ টাকা নিয়ে? শুধু শুধু পাপের বোঝাটাই বাড়বে।

কিন্তু পরক্ষনই শয়তান তার অন্তরে দোলানাড়া দিলো। তিনি ভাবতে লাগল এই ৫০ টাকা ফেরত না দিলে কি এমন ক্ষতি হবে? মাএ ৫০ টাকায়তো। না দিলেই তো হয়। এভাবে বাসে করে যেতে যেতে নিজের চেতনার সাথে যুদ্ধ করতে করতে লাগলেন। এক সময় তিনি ভাবলেন এই টাকাটা না দিলে আল্লাহ তায়ালা অসন্তুষ্ট হবেন। অবশেষে  সত্যের জয় হলো।

তিনি গন্তব্যে পৌছে ৫০ টাকা বের করে হেল্পারকে দিয়ে বললেন-- ভাই আপনি হয়তো ভুল করে আমাকে এই ৫০ টাকা বেশি দিয়েছিলেন,এই নিন আপনার টাকা। 

হেল্পার বললো হুজুর আসলে আমি একজন অমুসলিম। ইসলামের প্রতি কিছুটা আগ্রহ থাকার কারনে আপনাকে পরীক্ষা করতে চাইছিলাম। তাই ইচ্ছা করে টাকাটা আপনাকে বেশি দিয়েছিলাম। দেখতে চেয়েছিলাম আপনি টাকাটা ফেরত দেন কিনা। আপনার কাছে আমি শিগ্রই যাবো। শ্রেষ্ঠ ধর্ম ইসলাম গ্রহণ করার জন্যে।

 হুজুর বাস থেকে নেমে কাঁপতে লাগলেন।

এখনি কি হতো? কি করতে যাচ্ছিলেন তিনি? মাত্র ৫০ টাকার জন্য তিনি ইসলামকে বিক্রি করতে যাচ্ছিলেন। তবে আল্লাহ রক্ষা করেছেন।