আত্মবিশ্বাস

আত্মবিশ্বাস


এক ব্যক্তি একটা হাতিদের ক্যাম্প এর কাছ দিয়ে হেটে যাচ্ছিলেন। যেখানে অনেক ছোট বড় হাতি দড়ি দিয়ে বাধা ছিল । 

তিনি দেখলেন অনেক বড় বড় হাতি শুধুমাত্র একটা দড়ি দিয়ে বাঁধা আছে কিন্তু তারা কোন রকম চেষ্টাই করছে না ওই দড়ি ছিঁড়ে চলে যাওয়ার। কিন্তু দুটো ছোট হাতি কেও ওই একই রকম দড়িতে বাঁধা আছে কিন্তু তারা অনেক চেষ্টা করছে ওই দড়িটা ছিঁড়ে বেরিয়ে যাওয়ার কিন্তু তারা পারছে না।

এই দৃশ্য দেখে কৌতূহলবশত ওই পথিক, যিনি হাতিদের পরিচালনার দায়িত্বে ছিলেন তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনারা যে এত বড় বড় হাতি গুলোকে শুধু মাত্র একটি দড়ি দিয়ে বেঁধে রেখেছেন এরা পালিয়ে যায় না বা কাউকে তো কোন রকম পালিয়ে যাওয়ার চেষ্টা ও করতে দেখছি না , তবে ওই দুটো ছোট হাতি কে দেখছি অনেক চেষ্টা চালাচ্ছে দড়িটা ছিঁড়ে পালিয়ে যাওয়ার। 

তখন ওই পরিচালক বললেন এই যে ছোট ছোট হাতিগুলো কে দেখছেন এদের নতুন আনা হয়েছে আর এই দড়িটা কিন্তু এই ছোট ছোট হাতিগুলো কে বেঁধে রাখার জন্য যথেষ্ট মজবুত তাই ছোট ছোট হাতিগুলো অনেক চেষ্টা করেও এই দড়ি ছিঁড়ে যেতে পারেনা।

 
অনেক চেষ্টা করার পরও যখন এরা দড়ি ছিঁড়ে যেতে পারে না তখন এরা বিশ্বাস করে নেয় যে এদের পক্ষে এই দড়ি ছিঁড়া অসম্ভভ তাই এরা বড় হয়ে গেলেও আর চেষ্টা করে না।

কিন্তু এখন এই দড়িটা ছিঁড়া এদের কাছে সামান্য ব্যাপার কিন্তু এরা এখনও এরা মনে করে যে এই দড়ি ছিঁড়া সম্ভবই নয়। 


আমরাও জীবনে এই হাতিদের মতো একই ভুল করে থাকি। অনেক সময় আমরা কোন কাজ করতে গিয়ে ব্যর্থ হই এবং পুনরায় আর চেষ্টা করি না ওই কাজটা করার জন্য। হয়তো পরে আমরা অনেক উপযুক্ত হয়ে গেছি ওই কাজটা করার জন্য কিন্তু তাও আমরা চেষ্টাও করি না এই ভেবে যে আমাদের দ্বারা ঐ কাজটা আর হবে না। তাই কখনো নিজের উপর আত্মবিশ্বাস হারিও না আর চেষ্টা ও ছেড়ো না।