আমি কোনো অভিশাপ দেই নি ! [আত্মকথা-০১]

আমি কোনো অভিশাপ দেই নি ! [আত্মকথা-০১]

Background Music


আমি কখনো তোমাকে অভিশাপ দেয়নি আর দিবোও না। কখনো তোমার অমঙ্গল কামনা করিনি। বরং নামাজ শেষে আল্লাহর দরবারে দুই হাত তুলে অঝরে কেঁদেছি আর তোমার মঙ্গল কামনা করেছি। কারণ আমি তোমাকে কখনো অপরাধীর কাঠগড়ায় দাঁড় করায়নি। আর তোমার ক্ষেত্রে আমি কখনোই প্রতিশোধ পরায়ণ ছিলাম না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি না, তবে মাথায় রাখিও কাউকে কাঁদালে তার বদলে তার থেকেও বেশি কাঁদতে হবে।

আমি চাই না তুমি আমার সমান এত বেশি কষ্ট অনুভব করো। তবে আমি যতটুকু কষ্ট পাইছি তার দশ ভাগের এক ভাগ কষ্ট যদি তুমি খুব অল্প সময়ের জন্য অনুভব করতে তাহলে বুঝতে পারতে। আমি তোমার জন্য কত বেশি ছটফট করেছি। বুঝতে পারতে নির্ঘুম রাতের সমাপ্তির প্রহর কত বেশি দীর্ঘ। বুঝতে পারতে হঠাৎ করে মানুষকে অসহায় আর একা করে দিলে অন্ধকার কেমন করে গলা টিপে ধরে।

তবে আমি তোমার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। সত্যি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আমি তোমাকে দিয়েই মানুষ চিনতে শিখেছি । তোমার জন্য কঠিন সময়ে একা থাকতে শিখেছি। তোমার কারণেই আমার খারাপ সময়ে অনেক কাছের মানুষকে পাল্টে যেতে দেখেছি। আবার অনেক মানুষকে আমার খুব বেশি আপন হতে দেখেছি। আবার আমার পাশে দাঁড়ানোর জন্য আর তোমার অন্যায় কে সমর্থন না করার জন্য আমি মানুষ কে তার সবথেকে কাছের বন্ধুত্ব হারাতে দেখেছি, সেটাও অবশ্য তোমার জন্য। তোমার জন্যই তো বন্ধুদের বন্ধুত্ব আর আমার প্রতি বড় ভাই এবং ছোট ভাইদের ভালোবাসা বুঝতে পেরেছি।

আর তোমার কাছে আমি আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করি কারণ তুমি যখন আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে। আর আমি বারবার একটু মানসিক শান্তির জন্য তোমাকে কল দিয়ে অঝরে পাগলের মত কাঁদতে ছিলাম। তখন তুমি এত বেশি বিরক্ত হয়েছিলে যে আমাকে আত্মহত্যা করার পরামর্শ দিয়েছিলে। অবশ্য আমি ঠিক করেছিলাম তোমার ইচ্ছেটা পূর্ণ করবো কিন্তু আমি আমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সেটা আর করতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দিও কারণ আমার জানা মতে এটাই তোমার একমাত্র ইচ্ছে যেটা আমার সাধ্যের মধ্যে ছিলো কিন্তু আমি পূর্ণ করিনি। 

যাই হোক তোমার জন্য সব সময় দোয়া করি তুমি ভালো থেকো। ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে অনেক অনেক বেশি ভালো রাখবে। যেখানেই থাকো ভালো থেকো। ভালো থেকো প্রিয় ️। 

বিল্লু