ভুলে যেতে শিখে গেছি ! [আত্মকথা-০২]

ভুলে যেতে শিখে গেছি ! [আত্মকথা-০২]

Background Music


তুমি যেদিন ছেড়ে যাবে বললে, বিশ্বাস করো প্রিয় আমি এতো কেঁদেছিলাম যে পাশের ঘর থেকে আমার মা আমার কান্না শুনতে পেয়েছিল। তোমাকে ছাড়া কিভাবে থাকবো তা ভাবতেই আমি বাচ্চাদের মত হাউ মাউ করে কেদেছি। বার বার ভেবে ছিলাম এই মুহূর্তে মরে গেলে খুব ভালো হতো। বেঁচে যেতে পারতাম। মানুষ আত্নহত্যা করে বাঁচার জন্য। আমার দম বন্ধ হয়ে আসছিল। তোমার নিষ্ঠুরতা আমাকে শ্বাস রুদ্ধ করে মেরে ফেলছিলে। তোমার চলে যাওয়া আমাকে অসহ্য যন্ত্রণায় ফেলে দিয়েছিল। নিজেই নিজের কাছে খুব অসহায় হয়ে পড়ছিলাম। বার বার প্রার্থনায় নিজের মৃত্যু কামনা করেছি। তোমার নিষ্ঠুর হওয়া মুখ টা বার-বার আমাকে ভাবাচ্ছিলো, আমি মানুষ চিনতে ভুল করেছি।

কিন্তু দিনের পর দিন কান্না করতে চোখের পানি শুকিয়ে গেলো। তোমাকে ছেড়ে থাকা অভ্যাসে পরিণত হলো। এতো কষ্ট যন্ত্রণা তোমার প্রতি তিক্ততা বাড়ালো। হাসি মুখে সবার সাথে মিশতে গিয়ে,চোখের পানি আড়াল হলো। মিথ্যে হাসিতে মন শক্ত হয়ে গেলো।

ভালো থাকবো না ভাবা আমি চাপা কান্না লুকিয়ে ভালো থাকা শিখে গেলাম। যে তুমি বলতে আমি পাগল প্রায় ছিলাম,আজ সেই আমি অনুভূতিহীন। তোমার জন্য আজ আমার আর কোন অনুভূতি কাজ করে না। যে তোমাকে পাওয়ার আশায় দিনের পর দিন কান্না করেছি। আজ সেই তুমি কে পাওয়ার ইচ্ছে আমার হয়না। আমি মানুষ চিনতে শিখেছি। ঠিক ভুল বুঝতে পেরেছি।

যে আমাকে বার বার কষ্ট দেই,সে আমার আপন মানুষ হতে পারেনা। বরং মনে হয় তুমি আমার ভালোবাসার যোগ্য না। আমি তোমাকে ছেড়ে নিজেকে ভালোবাসতে শিখেছি। আজকাল আমি তোমাকে ছাড়াই ভালো থাকি। তোমার অবহেলা আমাকে চরম নিষ্ঠুর হতে শিখিয়েছে। তুমি যদি ভেবে থাকো আমাকে বার বার কাঁদানোর পর আমি তোমার পায়ের কাছেই পড়ে থাকবো। তবে তুমি ভুল। আমি তোমাকে যেমন ভালোবাসতে পেরেছি। তেমনি কষ্ট পেতে পেতে নিজেকে নিষ্ঠুর বানিয়ে তোমাকে ভুলে যেতেও পারি!

তোমার রংধনু