না পাওয়া জিনিস
একবার দুই বন্ধু মজা করার জন্য তিনটি ছাগল এর উপর ১, ২ এবং ৪ লিখে একটি কলেজ ক্যাম্পাসে ছেড়ে দিল।
পরের দিন কলেজ কর্তৃপক্ষ দেখলো তাদের কলেজে ক্যাম্পাসে তিনটা ছাগল ঘুরছে। সিকিউরিটি গিয়ে ওই তিনটি ছাগল ধরে আনলো। তারা ছাগল তিনটি ধরার পর দেখলো ছাগলের উপর এক নম্বর, দুই নম্বর এবং চার নম্বর লেখা আছে। সুতরাং তারা এটা অনুমান করলো যে, এখনো তিন নম্বর ছাগল টা ধরা বাকি আছে।
তারা সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজেও তিন নম্বর ছাগলটি খুঁজে পেল না। পাবেই বা কি করে! কারণ তিন নম্বর ছাগলতো ছিলই না।
আমরাও জীবনে অনেক সময় এই একই রকম ভুল করি। যে জিনিসটা আমরা পাব না বা যার কোনো অস্তিত্বই নেই সেটাকেই অনেক সময় পাওয়ার চেষ্টা করি। ধরুন আপনি বুড়ো হয়ে গেছেন আর তখন ভাবছেন ছেলেবেলাটা কতইনা ভাল ছিল, যদি ফিরে পেতাম এবং দুঃখী হচ্ছেন।