তুলনা করা দুঃখের কারন
রাস্তার এক ধারে ছোট্ট একটা বাড়ি করিমের। করিম মধ্যবিত্ত পরিবারের ছেলে। করিমের বাবা জমিতে চাষ করেন।
করিমের বাড়ির অপর দিকে এক মস্ত অট্টালিকা। সেখানে থাকে করিমেরই সমবয়সী রহিম। রহিমের বাবা একজন ধনী ব্যবসায়ী। রহিমের বাবা তার স্ট্যাটাস ধরে রাখার জন্য রহিমকে গ্রামের গরিব ছেলে মেয়েদের সঙ্গে মিশতে দেয় না।
রহিমের কাছে অনেক দামী দামী খেলনা ছিল কিন্তু কোন বন্ধু ছিল না। অপরদিকে করিমের জীবন আর পাঁচটা মধ্যবিত্ত বাড়ির ছেলের মত তার কাছে বেশি খেলনা থাকত না কিন্তু তার অনেক বন্ধু ছিল যাদের সঙ্গে সে খেলা করতো।
করিম প্রায়ই রহিমের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে রহিম কে অনেক দামি দামি খেলনা নিয়ে খেলা করতে দেখতো। তখন করিম ভাবতো কত সুখের জীবন পেয়েছে রহিম এবং সে নিজে দুঃখ পেত এই ভেবে।
আর রহিম প্রায়ই তাদের বাড়ির ছাদে বসে করিমকে তার বন্ধুদের সঙ্গে খেলা করতে দেখে মনে মনে ভাবতো কত সুখের জীবন পেয়েছে করিম এবং সে নিজে দুঃখ পেত এই ভেবে।
আমরা যদি সব সময় এটা দেখি যে অপরের কাছে ভালো কি আছে তাহলে আমরা সব সময় দুঃখী হব কিন্তু তার পরিবর্তে যদি আমরা এটা দেখি যে আমাদের কাছে ভালো কি আছে তাহলে আমাদের সুখী থাকতে কেউ আটকাতে পারবেনা।