নিজেকে পরিবর্তন

নিজেকে পরিবর্তন


একবার এক গ্রামে সমস্ত পুকুর,কুয়ো,জলাশয় সব শুকিয়ে গিয়েছিল এবং কোথাও কোন জল ছিলনা বৃষ্টি না হওয়ার জন্য। অনেক লোকের জল সংকটে মৃত্যুও হয়েছিল। অবশেষে গ্রামবাসীরা ঠিক করলো তারা ভগবানকে সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করবে যাতে বৃষ্টি হয়। সেই কথা মতো তারা যজ্ঞ শুরু করলো।

কিছুক্ষণ পর ভগবানের এক দুত প্রকট হলো এবং তিনি বললেন গ্রামের শেষ প্রান্তে একটা শুকনো কুয়ো আছে যেখানে গিয়ে প্রত্যেক গ্রামবাসীকে এক গ্লাস করে দুধ ঢালতে হবে এবং কুয়োর মধ্যে না দেখেই চলে আসতে হবে। গ্রামবাসীরা দুতের কথা মত সেই কাজ করলো। 

ওই গ্রামে এক কঞ্জুস ব্যক্তি ছিল। সে ভাবলো সবাই তো দুধ ঢালছে, আমি যদি দুধের পরিবর্তে এক গ্লাস জল ঢেলে দেই তাহলে কেউই বুঝতে পারবে না। এই ভেবে সে এক গ্লাস জল ঢেলে দিয়ে কোন দিকে না দেখে চলে এলো। 

পরের দিন সকালে সবাই অপেক্ষা করছিল বৃষ্টির জন্য কিন্তু বৃষ্টির কোন দেখা ছিল না সেই আগের মতই পরিবেশ ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন বৃষ্টি এলো না তখন গ্রামবাসীরা ঠিক করলো সবাই কুয়োর কাছে গিয়ে দেখবে কুয়োর মধ্যে কি আছে।

এরপর তারা সবাই কুয়োর কাছে গিয়ে দেখল কুয়োর মধ্যে একটুও দুধ নেই পুরোটাই জল। এবার সবাই ব্যাপারটা বুঝে গেল।

ওই কঞ্জুস ব্যক্তি যে কথা ভেবেছিল সবাইও সেই একই কথা ভেবেছে অর্থাৎ যেহেতু সবাই দুধ ঢালছে তাই আমি দুধের পরিবর্তে জল ঢেলে দিলে আর কিছুই হবে না।


আমরাও জীবনে এই একই ভুল করি আমরা ভাবি আমার একার পরিবর্তনে কিছু এসে যায় না। আমরা ভাবি আমি একা ভালো ভাবে কাজ করলে কিছু এসে যায় না কিন্তু আপনার একার পরিবর্তনে অনেক বড় পরিবর্তন আনতে পারে তাই আগে নিজেকে পরিবর্তন করুন দেখবেন পুরো বিশ্ব ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে।