জ্ঞান ছাড়া মন্তব্য করা মুর্খামি!

জ্ঞান ছাড়া মন্তব্য করা মুর্খামি!


করিমের বাবার মৃত্যুর পর তাদের পরিবারের দুই বেলার খাবার জোগাড় হতো কোনমতে। একদিন করিমের মা করিমকে একটা সোনার হার দিয়ে পাঠালেন তার কাকার কাছে বিক্রি করে কিছু টাকা আনতে। করিম হারটা নিয়ে গিয়ে তার কাকার হাতে দিল। তার কাকা হারটা দেখে পুনরায় হারটি তাকে ফিরিয়ে কিছু টাকা দিয়ে বললেন, “এ টাকা নিয়ে যাও এবং মাকে গিয়ে বলো এখন সোনার বাজার খারাপ চলছে তাই দাম কম পাবে, পরে দাম বাড়লে বিক্রি করতে। এবং তুমি কাল থেকে দোকানে চলে আসবে কাজ করার জন্য।”

এরপর করিম ওই দোকানে কাজ শিখতে লাগলো এবং কিছুদিন পর সে সোনার কাজের দক্ষ হয়ে উঠল। এবার তার কাকা বললেন করিম এবার তুমি যাও এবং তোমার মার ওই সোনার হারটা নিয়ে এসো। করিম বাড়ি গিয়ে সোনার হারটা বের করে দেখলো সেটি আসল সোনার হার নয়। করিম হার না নিয়েই দোকানে ফিরে এল এবং কাকাকে সব খুলে বললো। তখন তার কাকা বললেন, “আমি প্রথম দিন থেকেই জানতাম কিন্তু তখন যদি তোমাকে এই কথাটা বলতাম তাহলে তুমি হয়তো ভাবতে আমাদের এই দুর্দিনে কাকা আমাদের সোনার হার কেও নকল বলছে।”


অর্থাৎ জ্ঞান ছাড়া কোন কিছু মন্তব্য করা মুর্খামি। যা আমরা এই বাস্তব জীবনে অনেক করে থাকি। আমাদের অনেক সম্পর্কই এইভাবে নষ্ট হয় ভুল মন্তব্য বা ভুল তথ্যের কারণে।