ভালোবাসা সুন্দর! [আত্মকথা-১৬]
একটা ঘটনা শেয়ার করি,
আমার কলেজ ফ্রেন্ডের। ও একটা মেয়েকে ভালোবাসতো। আমাদের একি ডিপার্টমেন্টের। ওদের প্রেমটা ইন্টার লাইফ থেকে। ইউনিভার্সিটিতে একি সাথে যাওয়া আসা ওদের। ওদের প্রেমটা ছিল অন্য লেভের। মানে ভাই বিশ্বাস করবেন না এমন কেয়ার, ভালোবাসা খুব কমই হয়। ও এক কথায় ওর জন্য পারলে আকাশের চাঁদ এনে দিয়ে দিতো।
যাইহোক, অনার্স ৩য় বর্ষে মেয়েটা ওকে চরম ভাবে ঠকায়। যা বলার মতো না। ও কিছুই বলে নি। চুপচাপ সরে আসে। ও নিজেকে সামলে নেয়। মেয়েটার বিয়ে হয়ে যায়। পরিক্ষার সুবাদে ঐ মেয়েটার সাথে দেখা হয়। কেমন যেন হয়ে গেছে। মনে হয় রোগী। চোখের নিচে কালোদাগ, মানে একটা খুব অসুস্থ মানুষ দেখতে যেমন হয়।
একদিন পরিক্ষা শেষ করে যখন বের হলাম দেখলাম ঐ মেয়ের হাসবেন্ড বকাঝকা করছে এই জন্য যেখানে মেয়েটা দাড়ানোর কথা ওখানেই দাড়ায়নি কেন? বুঝতে বাকি রইলো না কিছু। যার জীবনসঙ্গী এমন তার আর ভালো থাকা হবে কি করে। আমার বন্ধুকে বললাম সব ও সব শুনে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলল। থাক বন্ধু বাদ দে বলে ফোনটা কেটে দিল। আর ফোন ধরেনি ও।
আহা অথচ ঐ মেয়েটাকে খুশি করতে কত কিছুই না করলো। আজ তার কি অবস্থা। ভালোবাসা সুন্দর।