কেন আমি আগে বুঝতে পারলাম না! [আত্মকথা-০৬]

কেন আমি আগে বুঝতে পারলাম না! [আত্মকথা-০৬]

Background Music


স্বামী চাকরি করতে দিতে নারাজ, কিন্তু আমার স্বাধীনতা পছন্দ। এ যুগে এতটা নিচু মানসিকতার হলে কি চলা যায় নাকি? বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, সকলের কথা এর সাথে থাকতে হবে না। অতঃপর ডিভো-র্স দিয়ে দিলাম। আমি চাই স্বাধীন জীবন।

এখন আমি চাকরি করি। তবে আজকাল অফিসের বসের আমার শরীর লাগবে, রোজই বিরক্ত করে। চাকরি ছাড়লে পথে বসবো, বন্ধু, আত্মীয় আজ আর কেউ পাশে নেই। তাছাড়া সমাজেও খুব একটা মূল্যায়ন পাইনা আমি নাকি ডিভো-র্সি।

এখন প্রায়ই লোকটার চেহারা ভেসে ওঠে চোখের সামনে, মাসের শেষে একটা খাম হাতে ধরিয়ে দিয়ে বলতো- আমাকে দেখে রাখার জন্য এটা তোমার পারিশ্রমিক। তোমারও তো খরচ আছে।

বিচ্ছেদ কি আদৌও কোনো সমাধান? কেন আমি আগে বুঝতে পারলাম না!