বেশি চালাকি ভালো না!

বেশি চালাকি ভালো না!


ইন্টারমিডিয়েটে আমার পাশে একটি মেয়ে বসে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শেষে প্রতিদিনই বলতে শুনতাম  

Full answer করেছে।আমাকে জিজ্ঞেস করলে মান সম্মানের ভয়ে বলতাম আমিও সব উত্তর দিয়েছি। 

এদিকে পদার্থবিজ্ঞান পরীক্ষায় MCQ তে পাকনামি করে অন্যর সেট দেখে দেখে Answer করেছিলাম। আমি না, পুরো রুমই।তারা নাকি উত্তরপত্র সহ আগেই প্রশ্ন পেয়েছিল।

 শেষ পরীক্ষায় সেই মেয়েটি কে জিজ্ঞেস কলাম কেমন হল পরীক্ষা? বলল, গোল্ডেন না থাকলেও অন্তত ১০০% এ+ থাকবেই। আমি কম কিসে! আমি বললাম, আমার গোল্ডেন থাকবে।

রেজাল্টের কিছুদিন পর মেয়েটার সাথে হঠাৎ দেখা। 

-জিজ্ঞেস করলাম কি খবর? কেমন আছেন? রেজাল্ট কি আপনার?

-এইতো ভাল আছি৷ এ+ আসছে। আপনার কি খবর দাদা?

- আপনার মতই এ+। তা কোথায় ভর্তি হবেন?

-আশাতো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনি কোথায় ভর্তি হবেন দাদা? 

-ইনশাআল্লাহ, বুয়েট অথবা বুটেক্স। 

-ও আচ্ছা দাদা। ভাল থাকেন। 

-ওকে। 

 দুঃভাগ্যবসত

পরের বছরও আবার পদার্থবিজ্ঞান পরীক্ষা দিতে হয়েছিল।

সেই মেয়েটার সাথেই সীট পরেছিল।

পরীক্ষার সময় কেউ কারো দিকে তাকাইনি। 

পরীক্ষা শেষে যাওয়ার সময় দুজনই হাসি চেপে বাইরে বেরিয়ে এসেছিলাম!