"Best Friend forever" বলে কিছু exsist করে না আমার জীবনে। [আত্মকথা -০৩]

"Best Friend forever" বলে কিছু exsist করে না আমার জীবনে। [আত্মকথা -০৩]

Background Music


দিনটি 24 November 2020। 

যখন শুনলাম তুই কলকাতা যাচ্ছিস আমার বিশ্বাস হয়নি কারন অন্য কেউ আমাকে বলেছিল কথাটা। আমি ভেবেছিলাম তুই আমাকে না জানিয়ে যেতে পারিস না। তবে আমি তোর থেকে শুনলে হয়তো একটু কম কষ্ট পেতাম।

যদিও আমরা ছোটবেলার বন্ধু। তবুও তুই আর আমি ২০১৭-২০২০ এই ৪ বছর আমরা বেশি কাছাকাছি ছিলাম। একে অপরের সাথে সব কথা শেয়ার করতাম। ঘুরতে যেতাম আরও কত কিছুই না করতাম। খুব মনে পড়ে সেই সব কথা...

তারপর এলো আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার পর আমরা বলেছিলাম যে কলেজে পড়বো একসাথে। তারপর দুজনেই একই কলেজও ভর্তি হলাম। তারপর তোর হঠাৎ কি হলো জানিনা তুই আমাকে না বলেই অন্য একটা কলেজ ভর্তি হলি।সেদিন খুব কষ্ট পেয়েছিলাম।

তারপর তোর আর আমার সম্পর্ক টা আগের মতো ছিল না। তুই আমার সাথে একবারও কথা বলতিস না দেখাও করতিস না। তারপর এলো তোর কলকাতায় যাওয়ার দিন। খুব খারাপ লেগেছিল সেই জন্যে আমি তোর সাথে শেষ বারের মত দেখা করতে গিয়েছিলাম। তুই বললি "তুই আমাকে ভুলে যাবি না তো?"

আমিও বললাম এরকম কোনোদিন হবেনা ! তুই বললি - কলকাতা গিয়ে আমাকে রোজ রোজ ফোন করবি। আমি বললাম - ঠিক আছে দেখবো কত করিস নতুন বান্ধবী পেয়ে আমাকে ভুলে যাবি! তুই হাসলি !

তারপর তুই চলে গেলি। সেদিন এর পর থেকে তুই আমার সাথে কোনো যোগাযোগই রাখলি না। ফোন ও করতিস না। ভাবলাম তুই হয়তো ব্যাস্ত তাই আমিই নিজে থেকে তোকে মেসেজ দিতাম। তুই ঠিক করে উত্তর ও দিতিস না। আর আমিও তোকে বার বার বিরক্ত করতে চাইতাম না।

১৯ জুন আমার জন্মদিন ভাবলাম ১ম wish তুই করবি আগে যেমন করতিস। সেদিন তোর কোনো ফোন বা মেসেজ এলো না খুব কষ্ট পেয়েছিলাম জানিস। তারপর তুই ছুটি তে বাড়িতে এলি, তুই সবার সাথে দেখা করলি অথচ দেখ তোর আর আমার বাড়ি ৫ মিনিটের রাস্তা তুই একবারও দেখা করতে এলি না। আমি ভাবলাম না তুই যাওয়ার আগে একবার তো দেখা করতেই আসবি। কিন্তু তুই এলি না।

একটা সম্পর্ক টেকাতে হলে দুজনকেই সমান efforts দিতে হয়। আমি ভেবেছিলাম অন্তত তুই আমার সাথে ওরকম করবিনা। যাই হোক ভালো থাকিস, জীবনে তোর সব স্বপ্ন যেনো সত্যি হয়। 

" Best Friend forever" বলে কিছু exsist করে না আমার জীবনে।

তুলি