সম্পর্কের ইতি টানলাম, ঠিক যেমনটা তুমি চেয়েছিলে!
তিন বছরের সম্পর্কের পর যখন সেই মানুষটার মুখে শুনলাম সে আর আমাকে ভালোবাসে না। আর কাঁদতে ইচ্ছা হয়নি আর কান্না টাও আসেনি। কত অপমান, অবহেলা, অসম্মান, চরিত্রহীনের দাগ সহ্য করেছি। কতবার নিজের চরিত্রের প্রমাণ দিয়েছি। তোমার পায়ে পড়ে কতবার অনুরোধ করেছিলাম শুধুমাত্র আমার সাথে থাকার জন্য। তুমি শোনো নি!
বিশ্বাস করো শেষে গিয়ে আর পারি নি। মনে হয়েছিল যে বিশ্বাস করতে চায়, যে বুঝতে চায় তাকে বোঝানো যায়। যে আগে থেকেই বুঝতে চায় না তাকে বোঝানো সম্ভব না। কত রাত দম বন্ধ হয়ে যাওয়ার মতো কেঁদেছি। তোমার দেওয়া কষ্ট ভুলতে ওষুধ খেয়েছি।
কিন্তু যখন তুমি বললে যে, তুমি আর আমাকে ভালোবাসো না। বিশ্বাস করো ঠিক তার পরম মুহূর্ত থেকে আমার মধ্যে আর কোনো অনুভূতি বেঁচে ছিল না। মনে হয়েছিল আর আমার কিছু পাওয়ার নেই। আমার কিছু হারানোর ও নেই। এবার শুধুমাত্র ঘুরে দাঁড়ানোর লড়াই।
শেষ দিনে যখন তোমায় জিজ্ঞাসা করেছিলাম যে, তুমি আমার সাথে থাকতে চাও কিনা। আমি চাই দুজনে মিলে আবার একসাথে সবটা শুরু করতে। কিন্তু তুমি এক বাক্যে জানিয়ে ছিলে যে, "না" তুমি আর থাকতে চাও না। তারপরেও তোমার কাছে অনুনয়-বিনয় করেছিলাম শুধুমাত্র তোমার সাথে থাকার লোভে। তখন তুমি বলেছিলে তোমার দুদিন সময় লাগবে এটা ভাবার জন্য যে, আমি থাকলে তোমার জীবনে, তোমার পরিবারে, তোমার কেরিয়ারে কি প্রভাব পড়বে।
কত অপমান সহ্য করেছি। নেহাত ভালোবেসে ছিলাম তাই। কিন্তু যখন তুমি শেষ কথাটি বললে তখন আর পারিনি। মনে হয়েছিল যে, আমার এই তিন বছরের পুরোটাই মিথ্যা। একটা মিথ্যে সম্পর্ক টানা থেকে সম্পর্ক না রাখা ভালো। শিয়াল কুকুরের মতো মারামারি করে থাকার থেকে মানুষের মতো দূরে থাকা ভালো।
আমি যাকে ভালোবেসেছিলাম সে তুমি নও। সে মারা গেছে। আজ বলতে কোনো বাধা নেই। আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম। কিন্তু জানো তো তোমাকে ভালোবেসে আমি পরিপূর্ণ। আমি আমার সবটুকু দিয়েছিলাম যতটা দেওয়া যায়। তুমি নিতে পারোনি। আফসোস এটাই। যাই হোক ভালো থেকো প্রিয়। সম্পর্কের ইতি টানলাম ঠিক যেমনটা তুমি চেয়েছিলে।