বৃদ্ধ মহিলা ও বাসের হেল্পার
এক বৃদ্ধ মহিলা ময়মনসিংহের বাসে উঠেছে। বাসে উঠেই সে হেল্পারকে বলল, ভালুকা আইলে আমারে কইয়েন। হেল্পার তাকে আশ্বস্ত করে বলল, " ঠিক আছে,ঠিক আছে।"
বাস চলতে শুরু করলো। বৃদ্ধ মহিলা দুই মিনিট পরেই হেল্পারকে বলল, "ভালুকা আইছে?" হেল্পার উত্তরে ‘না’ বলল।
কিন্তু বৃদ্ধ মহিলা দুই মিনিট পর পর হেল্পারকে এই প্রশ্ন করতে লাগল। হেল্পার ও বাসের যাত্রীরা বিরক্ত হয়ে বৃদ্ধ মহিলাকে ধমক দিল। বৃদ্ধ মহিলা তখন ভয়ে চুপ।
এদিকে বাস চলতে চলতে ভালুকা ছাড়িয়ে সামনের স্টপেজের মাঝামাঝি চলে এলো। তখন হেল্পারের মনে পড়লো যে, বৃদ্ধ মহিলা তো ভালুকার কথা বলে রেখেছিল! বাসের সব যাত্রী তখন হেল্পারকে বকাঝকা করে বাস ঘোরাতে বলল। তো বাস আবার ঘুরিয়ে ভালুকায় এলো।
হেল্পার বৃদ্ধ মহিলাকে বলল, "বুড়িমা, ভালুকা আসছে। আপনে নামেন।"
বৃদ্ধ মহিলা চোখ কুঁচকে জবাব দিল, "নামমু কেন? আমি যাইয়াম মমিসিং (ময়মনসিংহ)। ডাক্তার আমারে ঢাহাত্তন (ঢাকা থেকে) একটা ট্যাবলেট খাওয়াইয়া কইছে ভালুকায় গিয়া আরেকটা খাইতে। আমি এখন ট্যাবলেট খাইবাম। পানি দে।"