
বুড়ো ব্যক্তি বোকা না: বাবা, মেয়ে, মেয়ের বয়ফ্রেন্ডের মজার কথোকপন।
একটা মেয়ে তার বাবার সাথে বসে থাকা অবস্থায় তার বয়ফ্রেন্ড এসে হাজির হলো। তখন মেয়েটি ভয় পেয়ে গেল। কিন্তু বাবাকে বুঝতে না দিয়ে স্বাভাবিকভাবে বলল, “তুমি কি ‘জন মার্টেজ’ এর লেখা ‘Daddy is at home’ বইটি নিতে এসেছো?”
বয়ফ্রেন্ড বলল না, “আমি ‘রবার্ট কুক’ এর ‘Where should I wait for you’ বইটি নিতে এসেছি।”
মেয়েটি বলল, “স্যরি এই বইটি আমার কাছে নেই। তবে তুমি ‘মাইকেল জনসন’ এর ‘Under the mango tree’ পড়ে দেখতে পারো।”
বয়ফ্রেন্ড বলল, “ঠিক আছে, তবে তুমি কলেজ যাওয়ার সময় ‘স্যার জন’ এর ‘Call u in 5 minutes’ বইটি আনতে ভুলিও না।”
মেয়েটি বলল, “ওকে আমি তোমার জন্য ‘কুমার গিরিশ’ এর ‘Won't late down’ বইটিও নিয়ে যাবো।”
তখন ছেলেটি বিদায় জানিয়ে চলে গেল। তারপর মেয়েটির বাবা বলল, ‘ছেলেটি এত বই পড়বে কীভাবে?’
মেয়েটি বলল, ‘পড়তে পারবে বাবা। ও খুব মেধাবী।’
তখন মেয়ের বাবা বলল, “তাহলে ওকে ‘মেনিয়েল স্মিথ’ এর 'Old man are not stupid’ বইটি দিতে ভুল না।”