
বিশ্বের কিছু ভয়ঙ্কর সেতু!
মানব সভ্যতার শুরু থেকেই মানুষ যাতায়াতের সুবিধার জন্য বীজ বা সেতুর প্রয়োজনীয়তা অনুভব করেছে। স্থাপত্য বিদ্যার অগ্রগতি এবং প্রযুক্তিগত উৎকর্ষ অর্জনের সাথে সাথে তৈরি হয়েছে অসাধারণ বহু সেতু। বর্তমান পৃথিবীতে এমন কিছু ব্রিজ আছে যা অত্যন্ত সাহসী মানুষ না হলে তার ওপর কেউ সহজে পা রাখতে চাইবে না। অবশ্য রোমাঞ্চপ্রিয় মানুষের কাছে এই সব সেতু জনপ্রিয় দর্শনীয় গন্তব্য স্থান হিসেবে বিবেচিত হয়। বিশ্বের এরকম ভয়ঙ্কর সেতু সম্পর্কে আলোচনা করা হবে আজকে।
এশিমা ওহাসি ব্রিজঃ
পৃথিবীর ভয়ঙ্কর সেতুর কথা বলা হলে শুরুর দিকে যে নামগুলো আসে তার মধ্যে এশিমা ওহাসি সেতুটি সবার প্রথমে থাকবে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই সেতুটির শুরুর প্রান্ত একদম খারা ভাবে ডিজাইন করা হয়েছে। যা দেখে যেকোনো চালক ভয় পেতে পারেন। এই সেতুটির উচ্চতা প্রায় ১৪৫ ফুট। ব্রিজের এক প্রান্তে দাঁড়ালে মনে হবে বৃষ্টি যেন অসম্পূর্ণ। অপর প্রান্তের দেখা পেতে পাহাড়ের মতো উঁচু সেতুটির মাঝের অংশ পাড়ি দিতে হবে।

জাপানের নাকাওমি লেকের উপর সেতুটি নির্মাণ করা হয়েছে। অস্বাভাবিক উচ্চতার পাশাপাশি সেতুটির আরও একটি ভয়ঙ্কর বৈশিষ্ট্য রয়েছে। ব্রিজের এক প্রান্ত ৫ শতাংশ এবং অপরপ্রান্ত ৬ শতাংশেরও বেশি কাত হয়ে আছে। জাপানের এই ভয়ঙ্কর সেতুকে আধুনিক স্থাপত্যবিদ্যার আশ্চর্য কীর্তি বলেই মনে করা হয়।
সিদু রিভার ব্রিজঃ
চীনে অবস্থিত ভয়ঙ্কর সুন্দর এক সেতু সিদু রিভার ব্রিজ। এটি বিশ্বের অন্যতম উঁচু সেতু। যার ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৬০০ ফুট উচ্চতায় অবস্থিত। ৫০০০ ফুট দীর্ঘ এই সেতু নির্মাণে খরচ হয়েছে ১০০ মিলিয়ন মার্কিন ডলার। নদী ও পর্বত ঘেরা দুটি অঞ্চলকে সংযুক্ত করতে চিনের সিদুর রিভার সেতুটি নির্মাণ করা হয়েছে। অতীতে এই এলাকায় পৌঁছানো ছিল অত্যন্ত দুর্গম। ব্রিজটি নির্মাণের পর এই এলাকার যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব পরিবর্তন এসেছে। সেতুটির একটি বিশেষ দিক হলো এখান থেকে আশেপাশের অত্যন্ত মনোরম দৃশ্য উপভোগ করা যায়। তবে ভূমি থেকে অনেক উঁচুতে অবস্থিত হওয়ার কারণে সিদুর রিভার ব্রিজ বিশ্বের ভয়ঙ্কর সেতুগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে।
