পাড়ার রিয়াল হিরো
মাঝরাতে নেশা করে এক মাতাল বাড়ি ফিরছে। রাস্তার পাশে এক হোটেলে গিয়ে বলে, আবে, চিকেন তন্দুরি আছে?
হোটেল বয় বললো, নেই।
মাতাল: চিকেন কাবাব?
হোটেল বয়: সব ফুরিয়ে গেছে। কেবলমাত্র কাঁচা চিকেন রয়েছে, কালকে রান্না করার জন্য।
মাতাল: দে, পঞ্চাশ টাকার কাঁচা মুরগি দে। বউকে দিয়ে রান্না করিয়ে নেবো।
মাতাল কাঁচা চিকেন নিয়ে বাড়ির পথ ধরেছে। গলির মুখে এক মোটাসোটা কুকুর ধেয়ে এলো। আশ্চর্যের ব্যাপার হলো, কুকুরটা নিশ্চুপ। মোটেও ঘেউ ঘেউ করছে না।
মাতাল অত্যন্ত খুশি হয়ে কুকুরের গায়ে, মাথায় হাত বুলিয়ে দিলো, 'তুই ভীষণ ভালো কুকুর, ভাই। অন্য কুকুর আমাকে ঘেউ ঘেউ করে তেড়ে আসে। অথচ, তুই ভীষণ শান্তশিষ্ট।'
মাতাল খুশী হয়ে কুকুরের সামনে চিকেনের প্যাকেট রেখে দিলো, নে ভাই, খেয়ে নে। আমার শান্তশিষ্ট ভদ্র কুকুর।
কুকুর আপন মনে চিকেন খেতে শুরু করে। মাতাল কুকুরের পিঠে হাত বুলিয়ে আদর করে বাড়ি ফেরার পথ ধরে। বাড়ি ফিরতেই মাতালের বউ ডিনার এগিয়ে দেয়। মাতাল খাওয়া শুরু করে।
মাতালের বউ বলে, ভীষণ চিন্তায় ছিলাম। যাক, তুমি ফিরে এসেছো দেখে নিশ্চিত হলাম।
মাতাল: কেনো? কি হয়েছে? আমি তো রোজ দেরি করে ফিরি। চিন্তার কি আছে?
মাতালের বউ: আরে, চিন্তা হবে না? সন্ধা থেকে রাস্তায় একটা চিতাবাঘ ঘুরছে। আমাদের চিন্টু রজনীদের বাড়িতে গেছে CCTV তে চিতাবাঘ দেখতে।
তখনই মায়ের মোবাইলে চিন্টু একটা ভাইরাল ভিডিও পাঠিয়েছে। সঙ্গে ক্যাপশন -- "আমাদের পাড়ার রিয়াল হিরো।"
স্বামীকে চিতাবাঘের পিঠে হাত বুলিয়ে সাদরে মুরগির মাংস খাওয়াতে দেখে মাতালের বউ এর চক্ষু চড়কগাছ।