নিজের ইচ্ছা।
একবার এক পিতা ও তার ছেলে একটা গাধা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে একদল লোকের সঙ্গে দেখা হয়ে গেল যারা রাস্তার পাশে বসে গল্প করছিল তারা ওই পিতা-পুত্রকে দেখে বলল, "কি লোক রে বাবা, গাধা থাকতে থাকতে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে।"
এই কথা শুনে পুত্র গাধার উপরে উঠে বসলো। কিছু দূর যাওয়ার পর আবার একদল লোকের সঙ্গে দেখা হলো তারা বলল, "কি ছেলে রে, এত রোদে পিতা হেঁটেহেঁটে যাচ্ছে আর পুত্র গাধার উপর বসে যাচ্ছে।"
এই কথা শুনে তার পিতাও গাধার উপর চড়ে বসল। আবার কিছুদুর যাওয়ার পর আবার একজন লোকের সঙ্গে দেখা হলো, লোকটিত রীতিমত রেগে গিয়ে বলল, "আচ্ছা আপনারা কি লোক মশাই, এরকম একটা ছোট্ট গাধার উপর দুজন চড়ে বসেছেন।"
এই কথা শোনার পর পিতা-পুত্র দুজনই গাধার উপর থেকে নেমে আবার চলতে শুরু করল। এইভাবে কিছু দূর যাওয়ার পর আবার একজন লোকের সঙ্গে দেখা হলো। সে হাসতে হাসতে বলল, "আপনারা পাগল নাকি, গাধা থাকতে থাকতে হেঁটে হেঁটে যাচ্ছেন।"
পরিশেষে পিতা আর তার ছেলে গাধাকে পায়ে দড়ি দিয়ে বেধে কাধে করে নিয়ে যাচ্ছিল। কিন্তু নদীর পিচ্ছিল অংশ পার হতে গিয়ে গাধাটি ছেলের কাধ থেকে পড়ে যায় এবং গাধাটি মারা যায়।
আমরাও জীবনে লোকের কথা শুনে আমাদের যে কাজটি প্রিয় সেই কাজ ছেড়ে লোকের পছন্দ মত কাজ করতে থাকি। আসলে আমরা ভাবি আমাদের প্রিয় কাজটি করলে লোকেরা কি ভাববে আর তার জন্যই আমরা ঠিকমতো ওই কাজটা করতেও পারি না।
আসলে লোকের স্বভাবই হচ্ছে কথা শোনানোর সে তুমি যে কাজই করো না কেন তাই লোক কি ভাববে এটা না ভেবে তোমার যেটা পছন্দ সেটাই করো। আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা কি বলবে লোক। তাই লোকের কথায় কান দিও না।