![জীবনে সফল হও, বড় হও এই দোয়ার সাথেই শেষ করি। [আত্মকথা-১৪]](https://beeblogquester.com/uploads/images/202307/image_870x_64c0fafd7cdbb.jpg)
জীবনে সফল হও, বড় হও এই দোয়ার সাথেই শেষ করি। [আত্মকথা-১৪]
তুমি ব্লক করার পর খুবই খারাপ লেগেছিলো। ভেবেছিলাম ফ্রেন্ডশিপ এখানেই শেষ আর কখনো তোমার কথা ভাববো না। গতকাল তোমাকে দেখেও আমি এড়িয়ে গিয়েছি কিন্তু আজ পারলাম না। ইচ্ছাকৃতভাবে দেরিতে কলেজ থেকে বের হয়েছিলাম যেনো দেখা না হয়। তাও দেখা হলো। এমনভাবেই দেখা হলো কথা না বলে পারলাম না। তোমাকে দেখে আসলেই আমার খুব মন খারাপ হয়। সম্পর্কটা যদি এরকম না হতো।
বিশ্বাস করো তোমাকে আমি ফ্রেন্ড ছাড়া কখনোই এক্সট্রা কোনো কিছু ভাবতাম না।
যাই হোক, কলেজের শুরু থেকেই আমরা ফ্রেন্ড ছিলাম। হয়তো আমার কোনো এক ভুলে আজ এই অবস্থা। ভালো থেকো সবসময়। যতই তুমি ব্লক করে রাখোনা কেনো আমি এখনো তোমাকে আমার ফ্রেন্ড হিসেবেই গন্য করি। কখনো খারাপ দোয়া করবোনা। জীবনে সফল হও, বড় হও এই দোয়ার সাথেই শেষ করি।