ওই বৃষ্টির রাতেই বৃষ্টির জলে উড়িয়ে দিয়েছিলাম তার বিভীষিকাময় স্মৃতির চ্যাপটার। [আত্মকথা-১০]

ওই বৃষ্টির রাতেই বৃষ্টির জলে উড়িয়ে দিয়েছিলাম তার বিভীষিকাময় স্মৃতির চ্যাপটার। [আত্মকথা-১০]

Background Music


2022 এর জুন মাস।

সেদিন রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। রাত প্রায় একটা নাগাদ তার সাথে লাস্ট কথা হয়, তাও অনেক আবদারের পরে সেই সুযোগ টা পাই। আমি মেন্টালি অনেক ফিট একটা ছেলে। কিন্তু ওই দিন তার সাথে বাচ্চাদের মতো কেঁদেছিলাম। কত কাকুতি-মিনতি আমার।

প্লিজ থেকে যান আমার হয়ে আপনার ২ টা পায়ে ধরি। আমি আপনাকে রাণীর হালে রাখব। প্লিজ একটু দয়া করেন।  আমারে যাইয়েন না ছেড়ে। ছাতা-টা হাত থেকে পড়ে যায় যখন শুনি ওর বিয়ে ঠিক তার দুর সম্পর্কের এক চাচাতো ভাইয়ের সাথে।

আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমার সমস্ত অনুভূতিরা যেন থমকে গেলো ক্ষনিকের জন্য। তাকে নিয়ে সাজানো সহস্রাধিক স্বপ্ন যেন ভেজা কাগজের ন্যায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলো। তারপর বায়না ধরলাম ওর হবু স্বামীর সাথে কথা বলার জন্য।

অনেক জোড়াজোড়ির পর রাজি হয় যে কথা বলিয়ে দেবে কিন্তু একটা শর্ত আছে, আমি যেন তার হবু স্বামীকে খারাপ কিছু না বলি। তারপর তার হবু স্বামীর ফোনে কল দেই, তারও হাতে পায়ে ধরি " ভাই প্লিজ আপনি অনেক মেয়ে পাবেন এই মানুষটারে ছেড়ে দেন, অনেক ভালোবাসি তাকে। এইগুলা শুনার পর উনি বললেন, ভাই আমার হবু বউকে আর ডিস্টার্ব কইরেন না।

এটা শুনার পর রাগে দুঃখে কল কেটে দেই। ভেজা কাকের মতো বাসায় ঢুকি রাত প্রায় ১:৪৫ এর দিকে, মা জিজ্ঞেস করলেন কি রে বাবা কোথায় ছিলি বৃষ্টির মধ্যে। তোকে এরকম দেখাচ্ছে ক্যান? ওই দিন কিছু না বলে এড়িয়ে গিয়েছিলাম মা'কে। তারপর ভেজা কাপড় চেইন্জ করে হোয়াটসঅ্যাপে তাকে বলি ভালো থাকবেন ম্যাডাম, চললাম আপনার জীবন থেকে চিরতরে।

তারপর আর যোগাযোগ হয় নি। বন্ধুরা অনেক সময় দিয়েছিল আমাকে ঘটনার পরে থেকে, তাদের সহযোগিতায় ডিপ্রেশন থেকে বেরিয়ে আসি। ওই বৃষ্টির রাতেই বৃষ্টির জলে উড়িয়ে দিয়েছিলাম তার বিভীষিকাময় স্মৃতির চ্যাপটার। ভালো থাকবেন প্রিয়। 


Report This Post

All sources, including information, images, and videos, for our posts are listed here . If there are any copyright claims, please report this post or contact us or mail at info@beeblogquester.com.