হৃদরোগীদের জন্য

হৃদরোগীদের জন্য


ধমনীতে রক্ত জমাট বেঁধে গেলে হৃৎপিণ্ডে রক্ত চলাচল বাধা পায় এবং মানুষ করোনারি থ্রমবোসিস রোগে আক্রান্ত হয়। প্রতি বছর এই রোগে কোটি কোটি লোক মারা যায়।

সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের হৃদূরোগ বিশেষজ্ঞ ডঃ উইলিয়াম গ্যানজ জানিয়েছেন যে,

তিনি এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যার দ্বারা ধমনীতে জমাট বাঁধা রক্ত দ্রবীভূত করে ধমনীর মধ্য দিয়ে রক্ত চলাচলের বাধা অপসারিত করা যাবে। এর ফলে করোনারি থ্রমবোসিস রোগে মৃত্যুর হার বছর কয়েক পরে উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে তিনি মনে করেন।

থ্রমবোসিস

চিত্রঃ থ্রমবোসিস

তাঁর উদ্ভাবিত পদ্ধতিতে ধমনীর মধ্যে একটি ক্যাথিটার টিউব প্রবেশ করানো হয়। এই টিউবের সাহায্যে একটি ছোট নমনীয় টিউব জমাট-বাঁধা রক্তের যতটা কাছাকাছি সম্ভব ঢুকিয়ে দেওয়া হয়। তারপর নমনীয় টিউবটির প্রসারণ ঘটিয়ে জমাট বাঁধা রক্তে আঘাত হানা হয়।

থ্রমবোসিস মাধ্যমে হার্ট অ্যাটাক

চিত্রঃ থ্রমবোসিসের কারনে হার্ট অ্যাটাক

থ্রম্বোলাইসিন নামে একটি ওষুধকে ঐ জমাট-বাঁধা রক্তের ভিতর প্রবেশ করিয়ে দেওয়া হয়। ওষুধটি প্লাজমিনোজেন নামে একটা এনজাইম উৎপাদন করে। এই এনজাইমটি জমাট রক্তকে তরল করে ধমনীতে রক্ত চলাচলের পথ পরিষ্কার করে। তবে বুকে ব্যথা অনুভব করার তিন ঘণ্টার মধ্যে পদ্ধতিটি প্রয়োগ করতে না পারলে কোনো কাজ হবে না বলে গ্যানজ জানান।