স্মার্টফোনের দিন কি শেষ?
এই মুহূর্তে আপনি আপনার হাতে যে স্মার্টফোনটি ধরে আছেন পাঁচ বছর পর সেটার আর কোনও অস্তিত্ব থাকবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন অস্তিত্ব থাকবে না ঠিকই। তবে তখন বাজারে এসে যাবে স্মার্টফোনের থেকেও ১০০০ গুণ উন্নত একটি যন্ত্র। যার থাকবে না কোন স্ক্রিন কিংবা সুইচ। কি এই সব শুনে ভীষণ অবাক হচ্ছেন? তাই তো অবাক হওয়ার পাশাপাশি কনফিউজড হয়ে গিয়েছেন। আসুন আজকের ব্লগে আপনার কনফিউশন কিছুটা দূর করে দিই।
আজকালকার দিনে স্মার্টফোন ছাড়া আমাদের জীবন অচল। আজ থেকে বেশ কয়েক বছর আগে শুধুমাত্র Young Generation ছেলে মেয়েরাই ফোনে ডুবে থাকত। তবে আজকের দিনে আমাদের চারপাশের সবাই ফোনে ডুবে থাকে। ইন্টারনেট না চললে আমাদের গুরুজনরা প্রায়ই অস্থির হয়ে ওঠেন।
আমাদের এই স্মার্টফোন experience আরও সহজ এবং উপভোগ্য করে তোলার জন্য বাজারে একটি নতুন যন্ত্র নিয়ে এসেছে hu.ma.ne নামে এক কোম্পানি। যন্ত্রটির নাম Ai Pin। এই নতুন ডিভাইসের ব্যাপারে বলার আগে আসুন জেনে নিই hu.ma.ne কোম্পানির প্রতিষ্ঠাতার ব্যাপারে। hu.ma.ne নামের কোম্পানির প্রতিষ্ঠাতা ইমরান চৌধুরী। এই কোম্পানির প্রতিষ্ঠা করার আগে ইমরান চৌধুরীর কাজ করতেন অ্যাপেল কোম্পানি তে। প্রথম আইফোনের ডিজাইন এর সঙ্গে জুড়ে ছিলেন ইমরান চৌধুরী। শুধু কি আইফোন আইফোন ছাড়াও তিনি ডিজাইন করেছেন অ্যাপল ওয়াচ, Air Pod এর মতো যুগান্তকারী প্রযুক্তির। বিগত ২০ বছর ধরে টেক ইন্ডাস্ট্রির সঙ্গে জুড়ে থাকার ফলে ইমরান চৌধুরীর সাধারণ মানুষের চাহিদা সম্পর্কে বেশ ভালই জানেন। সাধারণ মানুষের সেই চাহিদা মেটাতে তাঁর কোম্পানি বাজারে নিয়ে এসেছে Ai Pin।
আসুন এবার জেনে নিই Ai Pin এর ব্যবহার সম্পর্কে। এই যন্ত্রটি আটকে দেওয়া হবে আপনার পোশাকের সঙ্গে। আপনি কি ভাবছেন পোশাকের সঙ্গে আটকে দেওয়া হলে এটা স্মার্টফোনের মতো কী ভাবে কাজ করবে? আপনার প্রশ্নটি যথার্থ। এবার উত্তরটি জেনে নিন। বরং এই যন্ত্রটির সামনে হাত রাখলে আপনার হাতের মধ্যে স্ক্রিনে ফুটে উঠবে। ঠিক যেমন সিনেমা হলের পর্দায় প্রোজেক্টরের আলো ফেলে স্ক্রিন তৈরি করা হয়, ঠিক সেভাবেই তৈরি হয়ে যাবে একটা স্ক্রিন। আপনি আপনার হাতের তালুর মধ্যেই ফেসবুক করতে পারবেন।
ধরুন আপনি কাউকে ফোন করতে চান তাহলে আপনাকে কষ্ট করে নাম্বারটিতে ডায়াল করতে হবে না। শুধু একবার বলবেন অমুককে কল করুন এটা বলার সঙ্গে সঙ্গে ফোন চলে যাবে ওই মানুষটার কাছে। শুধু ফোন আর সোশ্যাল মিডিয়ায় সামলাবে এই যন্ত্র? না, একদমই না। সারাদিন আপনার পোশাকে আটকে থাকার ফলে এই যন্ত্র আপনার পছন্দ অপছন্দ সব কিছু জেনে নিতে সক্ষম। কি খেলে আপনার শরীর ঠিক থাকবে সেটাও জানবে এই যন্ত্র। সেই কারণে কোন রেস্টুরেন্টে গিয়ে আপনার স্বাস্থ্যের জন্য উপযুক্ত খাবার অর্ডার দিতেও সক্ষম Ai Pin।
বর্তমানে কোনও অচেনা জায়গায় যাওয়ার জন্য আমরা ম্যাপে গিয়ে সেই অচেনা জায়গার নাম লিখি। তারপর ম্যাপ আমাদের বলে দেয় কী ভাবে ওই জায়গায় যেতে হবে। Ai Pin আসার পর আর সেই ঝুকি সামলাতে হবে না। আপনি জাস্ট একবার বলবেন আমি অমুক জায়গায় যেতে চাই। এটা বলার সঙ্গে সঙ্গেই এই অত্যাধুনিক যন্ত্র আপনাকে সমস্ত রুট বলে দেবে। এই অত্যাধুনিক যন্ত্রে অনেক সুবিধে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে আমরা যে আস্তে আস্তে টেকনোলজি ঘেরাটোপে পড়ে যাচ্ছি সেটা অস্বীকার করার উপায় নেই। এটাও আমাদের জানা নেই যে টেকনোলজি এই ফাঁদ থেকে আমরা আদৌ বেরোতে পারব কিনা।