সূরা আল-ইনফিতার বাংলা উচ্চারণ, অর্থ ও অডিও - ভিডিও।
সূরা আল-ইনফিতার কোরআন মাজিদের ৮২ তম সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ১৯ টি। সূরা আল-ইনফিতার এর বাংলা অর্থ - বিদীর্ণ করা। ও সূরা আল-ইনফিতার মক্কায় অবতীর্ণ হয়েছে।
এই সুরা সম্পর্কে জানতে Hadith BD ভিজিট করতে পারেন।
নীচে সূরা আল-ইনফিতার আরবী, বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া হয়েছে।
বিঃদ্রঃ সূরা আল-ইনফিতার আমার পছন্দের একটি সূরা। যখন আমি ওয়েবসাইটের কাজ করি তখন প্রায়ই এই সূরা শুনি।
সূরা আল-ইনফিতার আরবী উচ্চারণঃ
১) إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ
২) وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ
৩) وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ
৪) وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ
৫) عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ
৬) يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ
৭) ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ
8) فِىٓ أَىِّ صُورَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ
৯) كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ
১০) وَإِنَّ عَلَيْكُمْ لَحَٰفِظِينَ
১১) كِرَامًا كَٰتِبِينَ
১২) يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
১৩) إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ
১৪) وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍ
১৫) يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ
১৬) وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ
১৭) وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ
১৮) ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ
১৯) يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْـًٔا وَٱلْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ
সূরা আল-ইনফিতার বাংলা উচ্চারণঃ
১) ইযাছ ছামাউন ফাতারাত।
২) ওয়া ইযাল কাওয়া-কিবুন তাছারাত।
৩) ওয়া ইযাল বিহা-রু ফুজ্জিরাত।
৪) ওয়া ইযাল কুবূরু বু‘ছিরাত।
৫) আলিমাত নাফছুম মা-কাদ্দামাত ওয়া আখখারাত।
৬) ইয়াআইয়ূহাল ইনছা-নুমা-গাররাকা বিরাব্বিকাল কারীম।
৭) আল্লাযী খালাকাকা ফাছাওওয়া-কা ফা‘আদালাক।
৮) ফীআইয়ি সূরাতিম মা- শাআ রাক্কাবাক।
৯) কাল্লা-বাল তুকাযযিবূনা বিদ্দীন।
১০) ওয়া ইন্না ‘আলাইকুম লাহা-ফিজীন।
১১) কিরা-মান কা-তিবীন।
১২) ইয়া‘লামূনা মা-তাফ‘আলূন।
১৩) ইন্নাল আবরা-রা লাফী না‘ঈম।
১৪) ওয়া ইন্নাল ফুজ্জা-রা লাফী জাহীম।
১৫) ইয়াসলাওনাহা-ইয়াওমাদ্দীন।
১৬) ওয়ামা-হুম ‘আনহা-বিগাইবীন।
১৭) ওয়ামাআদরা-কা মা-ইয়াওমুদ্দীন।
১৮) ছু ম্মা মাআদরা-কা মা-ইয়াওমুদ্দীন।
১৯) ইয়াওমা লা-তামলিকুনাফছুল লিনাফছিন শাইআওঁ ওয়াল আমরু ইয়াওমাইযিল লিল্লা-হি।
সূরা আল-ইনফিতার বাংলা অনুবাদঃ
১) যখন আকাশ বিদীর্ণ হবে,
২) যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,
৩) যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,
৪) এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,
৫) তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।
৬) হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?
৭) যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।
৮) যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।
৯) কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।
১০) অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।
১১) সম্মানিত আমল লেখকবৃন্দ।
১২) তারা জানে যা তোমরা কর।
১৩) সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।
১৪) এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;
১৫) তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।
১৬) তারা সেখান থেকে পৃথক হবে না।
১৭) আপনি জানেন, বিচার দিবস কি?
১৮) অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?
১৯) যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কৃত হবে আল্লাহর।