মানব দেহ সম্পর্কে কিছু তথ্য
মানব দেহ সব চেয়ে জটিল একটি শরীর বৃত্তীয় সংগঠন। মানুষ সৃষ্টির সেরা জীব। তবে চিকিৎসা বিজ্ঞান মানুষের শরীরের বিষয়ে অনেক তথ্য পেলেও কিছু কিছু ক্ষেত্রে এখনো মানব দেহ অজানা রহস্য ঘেরা। আজ আমরা মানব দেহ সম্পর্কে কিছু তথ্য জানবো যা আগে হয়তো জানতাম না। মানব দেহ সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেয়া হলো।
- আমাদের দেহের রক্তে একটি সমুদ্রের সম পরিমাণ লবন রয়েছে।
- দৈনিক আমাদের হৃদপিণ্ড ১০০বার করে আমাদের দেহে রক্ত ঘুরিয়ে ফিরিয়ে প্রবাহিত করে।
- আমাদের চোখের একটি পাপড়ি ১৫০ দিন বেঁচে থাকে। এর পর নিজে থেকেই ঝড়ে পড়ে।
- আমাদের চোখের ওপর ভ্রুতে তে ৫০০ টি লোম আছে।
- ১০০ বিলিয়ন এর অদিক নার্ভ সেল নিয়ে আমাদের দেহ গঠিত।
- মানুষ চোখ খুলে হাঁচি দিতে পারেনা।
- পাথর থেকে মানুষের দেহের হাড় ৪ গুণ বেশি শক্তিশালী।
- আমরা যখন খাবার খাই আমাদের মুখে সে খাবারের স্বাদ ১০ দিন পর্যন্ত থাকে।
- মানুষ হাঁটুর ক্যাপ ছাড়া জন্মগ্রহণ করে এবং তা ২ থেকে ৬ বছর পর্যন্ত দেখা যায়না। ১০। মানব শিশু বসন্ত কালে দ্রুত বৃদ্ধি পায়।
- আমাদের চোখ সবসময় একই রকম থাকে কিন্তু কান ও নাক বৃদ্ধি পাওয়া কখনোই থেমে থাকেনা।
- আমরা জন্মগ্রহণ করি ৩০০ হাড় নিয়ে কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬ টি হাড় থাকে।
- আমাদের মাথার খুলি ২৬ ধরণের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি।
- আমাদের হাতের নখে যেই পদার্থ আছে ঠিক সেই পদার্থ দিয়ে আমাদের চুল তৈরি হয়ে থাকে, ফলে হাতের নখ এবং চুল উভয়ই একই জিনিস তবে দুইটির ঘনত্ব আলাদা।
- অবাক হবেন না, আমরা যখন হাঁচি দেই তখন আমাদের শরীরের ভিতর সমস্ত ধরণের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবীটও থেমে যায়।
- মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কি জানেন? এটা হচ্ছে জিহ্বা।
- একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন ৬ বার বাথরুমে যায়।
- আমাদের মুখ থেকে পেটে খাদ্য পৌছাতে মাত্র ৭ সেকেন্ড সময় লাগে।
- প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের মুখে যেকোন খাবারের স্বাদ থাকে বেশি।
- মানুষ হাঁচি দিলে যে বাতাস বের হয় তা প্রতি ঘণ্টায় ১০০ মাইল গতিতে বাহির হয়।
- আমাদের দেহের সবচেয় বড় হার পাঁজর।
- আমাদের শরীরের ক্ষুদ্রতম হাড় হল কানের হাড়।
- রাতের তুলনায় সকালে আমাদের দেহ লম্বা হয় দ্রুত।