Four is called black hole number
four

Four is called black hole number


প্রায় কিছু দিন আগে যে নাসা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির ব্ল্যাক হোলের একটা পিকচার পাবলিশ করছে।  মজার ব্যাপার হলো, ব্ল্যাক হোল এর একটা রেঞ্জ আছে। ওই রেঞ্জ এর ভিতরে যেটাই প্রবেশ করবে, সেটা ব্ল্যাক হোলের কবল থেকে রক্ষা পাবে না। ব্ল্যাক হোল সেটাকে গ্রাস করে ফেলবে। যদি সেটা আলো ও হয়, সেই আলো পর্যন্ত রক্ষা পাবে না এই ব্ল্যাক হোল থেকে।  অর্থাৎ , ব্ল্যাক হোলের সীমানার রেঞ্জ এ আলো ঢুকলে সেটাও ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসতে পারবে না।

English number এর একটা Black hole আছে , আর সেই নাম্বার এর সেই ব্ল্যাক হোল ও অবশ্যই একটা নাম্বার । আর সেই নাম্বার টা হলো 4।

ব্ল্যাক হোলের বৈশিষ্ট্য কী বলছিলাম , যে ব্ল্যাক হোল তার রেঞ্জের সবকিছু গ্রাস করে ফেলে। And you know? That the number 4 ও সবকিছুকে গ্রাস করে ফেলে।

ব্যাপারটা একটু উধাহরন দিয়ে বুঝার চেষ্টা করি। 

*Example 1

আমি congratulations এই word টা কে দিয়ে শুরু করি।

Congratulations এই word এ লেটার সংখ্যা 15 টি।

15 = fifteen

এখন এই fifteen word এ লেটার সংখ্যা 7 টি।

7 = seven

এখন এই seven word এ লেটার সংখ্যা 5 টি।

5 = five

এখন এই five word এ লেটার সংখ্যা 4 টি।

4 = four

এখন এই 4 ওয়ার্ড টি তে লেটার সংখ্যা 4 টি।

word টা ছিল congratulations, শেষে রেজাল্ট আনলাম 4।

*Example 2

 Excuse me = 8 letters

8 = eight

eight = 5 letters

5 = five

Five = 4 letters

4 = four

Four = 4 letters

*Example 3

 এখন গুগল থেকে পাওয়া সবচেয়ে বড় শব্দ টা নিয়ে এক্সপেরিমেন্ট টা করে দেখি। Pneumonoultramicroscopicsilicovolcanoconiosis - 45 letters

Fourty five = 10 letters

10 = ten

Ten = 3 letters

3 = three

Three= 5 letters

5 = five

Five = 4 letters

4 = four

Four = 4 letters

এখন যেকোনো একটা শব্দ নিয়ে এই এক্সপেরিমেন্ট করে দেখো। এইটার শেষে যদি existence পাও , সেটা হবে four (4)।

Collected