পৃথিবীর যে প্রান্তেই থাকি তোমাকে আমি সমানভাবে ভালোবেসে যাবো। [আত্মকথা-০৭]
প্রিয় ইলমা,
জানো তুমি তোমার এই ইলমা নামটা আমার কী রকম অসম্ভব প্রিয়। তোমাকে পুরোপুরি হারিয়ে ফেলার আজকে ৬ দিন। জানো আমার না বিশ্বাসই হয় না আমি তোমাকে হারিয়ে ফেলেছি।
লাস্ট যেদিন কথা বলেছিলাম, আমি হাউমাউ করে কান্না করছিলাম। তোমাকে ভয়েস দিচ্ছিলাম। তুমি ভয়েস সবগুলো না শুনেই ব্লক করে দিলে। আর বললে আমি যদি আর বিরক্ত করি তুমি সিম চেঞ্জ করে ফেলবে। বিশ্বাস করবে না তোমাকে ছাড়া আমার প্রতিটাদিন কেমন যাচ্ছে।
এমন তো হওয়ার কথা ছিলো না ইলমা। আমরা একটা ছোট্ট সংসার করার কথা ছিলো। তোমাকে নিয়ে আমার সারা পৃথিবী ঘুরার কথা ছিলো। এতটা পথ হেটে এসে তোমাকে হারিয়ে ফেলা নিতে পারছি না। আর যদি আত্নহত্যা মহাপাপ না হতো হয়তো সেদিন ই করে ফেলতাম।
আমার মতো কেউ তোমাকে ভালোবাসবে না ইলমা। আমার মতো কেউ তোমাকে চাইবে না। একটা সময় তোমাকে আমি তাহাজ্জুদ এ চাইতাম। এখন চাই তুমি যাতে ভালো থাকো। তুমি অসম্ভব ভালো থেকো ইলমা। পৃথিবীর যে প্রান্তেই থাকি তোমাকে আমি সমানভাবে ভালোবেসে যাবো।
ইতি,
তোমাকে হারিয়ে ফেলা দূর্ভাগা কেউ।
🙂🙂🙂
এডমিন কথাঃ
ভালোবাসা মানে কি ??
যদি কেউ জেনে থাকেন কমেন্টে বলবেন। এই মেইলটা যখন পড়তেছিলাম কেন জানি শরীরে লোম দাঁড়িয়ে যাচ্ছিলো। ভালো থাকুক ছেড়ে যাওয়া মানুষগুলো। 🙂🙂🙂