জীবনের মূল্য!

জীবনের মূল্য!


একবার এক মোটিভেশনাল স্পিকার একটি ৫০০ টাকার নোট নিয়ে একটি সেমিনার কক্ষে প্রবেশ করলেন। সেখানে অনেক লোক বসে ছিল। ওই মোটিভেশনাল স্পিকার ৫০০ টাকার নোট টা সবাইকে দেখিয়ে বললেন কে কে এই নোট টি নিতে চাও। তখন প্রায় সবাই হাত তুলল। 

এবার ওই স্পিকার নোট টা কে হাত দিয়ে মুঠো করে গোল করে দিলেন ফলে নোটটা একটু খারাপ হয়ে গেল । এবার মোটিভেশনাল স্পিকার বললেন এবারে নোট টা কে কে নিতে চাও। তখনও সবাই হাত তুলে রাখল। 

এবার মোটিভেশনাল স্পিকার নোট টা কে মঞ্চে ফেলে দিলেন এবং পা দিয়ে ঘষে একদম ময়লা করে দিলেন। তারপর নোটটি হাত দিয়ে তুললেন এবং একটু পরিষ্কার করে বললেন এবার কে কে এটা নিতে চাও। তখনো সবাই হাত তুলে রাখলো।

এবার স্পিকার বলতে শুরু করলেন আজ আপনারা একটা খুব মূল্যবান শিক্ষা পেলেন যে, আমি যাই করি না কেন এই ৫০০ টাকার মূল্য কিন্তু একই থাকবে। আপনাদের জীবনও এই ৫০০ টাকার নোটের মত যতই বাধা বিপত্তি আসুক না কেন আপনাদের মূল্য ও কখনো কম হবে না।