কে তুমি? [আত্মকথা-০৮]

কে তুমি? [আত্মকথা-০৮]

Background Music


কে তুমি ?

 এইটা কি সেই তুমি যাকে আমি ভালোবেসেছিলাম?

এইটা কি সেই তুমি যাকে আমি নিজের করে পাওয়ার জন্য হাজারো যুদ্ধ করেছিলাম?

এইটা কি সেই তুমি যে তুমি আমাকে হাজারো মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে? বিচ্ছেদের তো অনেক বছর'ই হয়ে গেলো। আচ্ছা কখনো কি আমাকে মনে পড়ে না তোমার? এই ব্যাস্ত শহরের মাঝে কখনো যদি হটাৎ দেখা হয়ে যায় আমাদের, তখন তুমি আমাকে চিনতে পারলেও আমি মনের মধ্যে হাজারো কষ্ট সহ্য করে বলবো তোমাকে তো চিনি না আমি। 

কে তুমি?

💔💔💔