![ওপর দিকে থুতু ছুঁড়লে তো নিজের গায়েই পড়ে! [আত্মকথা-১৫]](https://beeblogquester.com/uploads/images/202308/image_870x_64c9024b75f93.jpg)
ওপর দিকে থুতু ছুঁড়লে তো নিজের গায়েই পড়ে! [আত্মকথা-১৫]
জানো সুজাতা,
আমার বন্ধু সম্রাট, খুব কাছের বন্ধু। তুমি তাকে চেনো, তার সঙ্গে কথাও বলেছো। সম্রাটের সঙ্গে আমাদের প্রেমের অনেককিছুই আলোচনা করেছি, এখনো মাঝে মাঝে করি। কিন্তু তোমার প্রাক্তন প্রে'মিকদের কথা বলতে পারি না কিছুতেই। বলতে পারি না আমি থাকা সত্ত্বেও তোমার গোপনে মৃণালের সঙ্গে দেখা করার কথা। কি করে বলবো বলো, প্রিয় মানুষের সম্পর্কে খারাপ কথা শুনতে কার বা ভালো লাগে।এই ঘটনা সম্রাটকে বললে তোমার সম্পর্কে যদি খারাপ কিছু মন্তব্য করে বসে, এই ভয়ে বলতে পারিনি। কারণ তোমার সম্পর্কে কিছু বলা মানেই আমার বুকে আঘাত লাগা, যেহেতু আমি তোমায় ভালোবেসেছি, মন দিয়েছি। কারণ ঘরের কথা পরের কানে কখনোই দেওয়া উচিত নয় এবং ওপর দিকে থুতু ছুঁড়লে তো নিজের গায়েই পড়ে।
– তাপস মণ্ডল