আযানের বাংলা উচ্চারণ, অর্থ ও অডিও।

আযানের বাংলা উচ্চারণ, অর্থ ও অডিও।

আযানের বাংলা উচ্চারণ, অর্থ ও অডিও।
: :

আযান শব্দের অর্থ আহ্বান। মুসলিম সম্প্রদায়ের মানুষদের প্রার্থনা করার জন্য যে শব্দের মাধ্যমে ডাকা হয় তাকেই আযান বলা হয়। আযানের শব্দ এবং সুরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে মিষ্টি শব্দ এবং সুর। আযানের শব্দ গুলো সুন্দর এবং গুচ্ছ গুচ্ছ সাজানো মুক্তোর মতো। আযানের সুর বহতা ঝর্ণার লহরীর মতো সচ্ছ এবং সুমধুর। আযানের সুর শুনতে কার না ভালো লাগে। আযানের নরম মরমী সুর কঠিন পারদকেও গলিয়ে দেয়। 

আযান এর বাংলা উচ্চারণ এবং অর্থঃ

الله اكبر الله اكبر
الله اكبر الله اكبر
আল্লাহু আকবার - ৪ বার।
আল্লাহ সর্বশক্তিমান।

اشهد ان لا اله الا الله
اشهد ان لا اله الا الله
আশহাদু-আল লা- ইলাহা ইল্লাল্লাহ - ২ বার।
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া অন্য কোন মাবুদ নেই।

اشهد ان محمد الرسول الله
اشهد ان محمد الرسول الله
আশহাদু-আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ - ২ বার।
আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (স) আল্লাহর প্রেরিত দূত।

حي على الصلاة
حي على الصلاة
হাইয়া আলাস্ সালা - ২ বার।
নামাজের জন্য এসো।

حي على الفلاح
حي على الفلاح
হাইয়া আলাল ফালাহ্ - ২ বার।
সাফল্যের জন্য এসো।

الصلاة خير من النوم
الصلاة خير من النوم
আসসালাতু খাইরুম মিনান্নাউম - ২ বার।
ঘুম হতে নামাজ উত্তম (শুধু ফজরের নামাজের জন্য)।

الله اكبر
الله اكبر
আল্লাহু আকবার - ২ বার।
আল্লাহ্ মহান।

لا اله الا الله
লা ইলাহা ইল্লাল্লাহ - ১ বার।

আল্লাহ্ ছাড়া অন্য কোন উপাস্য নেই।