আমি তোমায় ছাড়া ভাল নেই! [আত্মকথা-০৪]
জানিনা, ঈশান কেমন আছো, কোথায় আছো ! শুধু যেখানেই থাকো ভাল থাকো।
৫ বছর সম্পর্কে তোমায় খুব ভালোবেসে ফেলেছিলাম। তোমার সাথে দেখা করতে যাওয়ার সময় প্রায়ই আমি শাড়ি আর তুমি পাঞ্জাবি পরে আসতে। আমার আজও মনে আছে সেইদিনে কথা। সেদিন তুমি আমার দেওয়া নীল পাঞ্জাবিটাই পরেছিলে। সত্যি তোমাকে খুব ভাল দেখাচ্ছিল! আমরা সেদিন কত আনন্দে কাটিয়েছিলাম তাই না ঈশান?
একসাথে বসে চটপটি খেয়েছিলাম, রিকশা করে ঘুরেছিলাম। তুমি একটা বেলি ফুলের মালাও এনেছিলে আমার জন্য। খোঁপায় বেঁধে দেবে বলে.... সত্যিই দিনটা খুব সুন্দর ছিল, আবার অভিশপ্ত ও!
সন্ধ্যায় একে অপরকে বিদায় দেওয়ার সময় তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। বলেছিলে, আমাকে ছেড়ে কখনো যাবে। আমিও একই কথা বলেছিলাম। আর বলেছিলাম আমি শুধু তোমার। আর কারও না বিদায় দেওয়ার সময় তোমাকে যেন ছাড়তে মন চাইছিল না। মন চেয়েছিল তোমায় যেন আকড়ে ধরে বসে থাকি।
সেদিনই যে তোমার সাথে শেষ কথা প্রিয়, আমি জানতাম নাহ! সেদিনের পর ৪ দিন তোমার কোন খোঁজ পাইনি। অবশেষে জানতে পারলাম, ঠিক সেই দিনই, যেদিন আমরা দেখা করতে গিয়েছিলাম, ফেরার পথে তুমি চলে গেছো না ফেরার দেশে। এক পিশাচ ট্রাক তোমাকে বাঁচতে দেয় নি ! সেদিন আমার আত্মা কেঁপে ওঠে। অর্ধেক মৃত হয়ে যাই আমি। ঠিক যেমন জীবন্ত লাশ! হয়তো সেদিন তোমাকে ওভাবেই আকড়ে ধরে রাখলে ভাল হতো।
আজ তুমি নেই ৭ বছর কেটে গেছে। জানো ঈশান, আমি বলেছিলাম না?
আমি শুধু তোমারই। আমি আজও অন্যকারো হয়নি ঈশান ! এই ৭টা বছরে আমার অনেক বিয়ের প্রস্তাব এসেছে। আমি একে একে সবগুলোই প্রত্যাখ্যান করি। কারণ আমি তো শুধু তোমার, তাই না? আমি আজীবনই তোমারই থাকব। তোমার জায়গা আর কেউ নিতে পারবে না ঈশান। এই ৭টি বছরে অনেক কিছু বদলে গেছে, কিন্তু বদলায়নি তোমায় হারানোর ব্যাথা!
আমি আজও অপেক্ষা করছি প্রিয়, পরকালে আমরা একসাথে থাকব। আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও প্রিয়, কেন একা ফেলে গেলে আমায়? তুমি জানো না, আমি তোমায় ছাড়া ভাল নেই।
ঐশি