অবিশ্বাস্য

অবিশ্বাস্য


আজ থেকে কুড়ি বছর আগে রিচমন্ড শহরে ঘটেছিল এক অদ্ভুত দুর্ঘটনা। একদিন দুপুরে রিচমন্ড থানার দারোগা ডেস্কে বসে দেখছিলেন কাগজপত্র, ঠিক তখনই ঝনঝন শব্দে বেজে উঠল তাঁর সামনে রাখা টেলিফোনটা। অভ্যস্ত ভঙ্গিতে তিনি চটপট তুলে নিলেন রিসিভারটি

হ্যালো। 

- কে দারোগা সাহেব বলছেন। ঐ প্রান্ত থেকে ভেসে এল একটি উদ্বিগ্ন কন্ঠস্বর।

তারপর কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতে শুরু করল অজ্ঞাত টেলিফোনকারী

- দেখুন, এইমাত্র একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল সান পাবলো ও মার্কডোনাল্ড অ্যাভিনিউ-এর মোড়ে। সান্টা যে এক্সপ্রেস ট্রেনটি এসে ধাক্কা মেরেছে একটা মাল বোঝাই ট্রাককে, লেভেল ক্রসিং পার হতে গিয়ে বিপত্তি। তাই শিগগির অ্যাম্বুলেন্স আর পুলিশ পাঠান ঘটনাস্থলে... একটুও দেরি করবেন না, তা হলে হয়তো বাঁচানো যাবে না ড্রাইভারটিকে। জলদি আসুন কাট।

কথার মাঝখানেই কেটে গেল ফোনের লাইনটা, তাই জানা গেল না কে এই দুর্ঘটনার সংবাদদাতা। তবু খবর যখন এসেছে তখন ব্যবস্থা নিতেই হবে। দারোগার নির্দেশে তখনই অ্যাম্বুলেন্স ছুটল ঘটনাস্থলে। কিন্তু লেভেল ক্রসিং - এর কাছে পৌঁছে বোকা বনতে হল সবাইকে। কারণ কোথায়-বা ধাক্কা খাওয়া ট্রাক, কোথায় বা ট্রেন। সান্টা যে এক্সপ্রেসই তখন পার হয়ে যায়নি ঐ লেভেল ক্রসিং, সবে দূরে দেখা যাচ্ছে তার ধোঁয়া ঐ তো বেগে ধেয়ে আসছে ট্রেনখানা। পুলিশদল যখন অ্যাম্বুলেন্স নিয়ে ফেরার উদ্যোগ করছে ঠিক তখনই কিন্তু ঘটল সেই দুর্ঘটনাটা।

হঠাৎ সান পাবলোর দিক থেকে প্রবলবেগে ছুটে এল একটা মাল বোঝাই ট্রাক। এসে সপাটে ধাক্কা মারল দ্রুত ধাবমান এক্সপ্রেস ট্রেনের গায়ে। হতভম্ব পুলিশের চোখের সামনেই ঘটে গেল পূর্ব বর্ণিত দুর্ঘটনা। আশ্চর্যের ব্যাপার, লেভেল ক্রসিং-এর গেটম্যানও দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল। ঐ ঘটতে যাওয়া দুর্ঘটনার খবর কে দিয়েছিল এখনো পর্যন্ত তা জানা যায়নি।


Report This Post

All sources, including information, images, and videos, for our posts are listed here . If there are any copyright claims, please report this post or contact us or mail at info@beeblogquester.com.