
অপকারে উপকার
এক আমেরিকান ব্যক্তি একটা রেষ্টুরেন্টে গেলেন। সেখানে গিয়ে ওই আমেরিকান ব্যক্তি চারপাশের সবাইকে পর্যবেক্ষণ করতে লাগলো এবং সে দেখল রেষ্টুরেন্টের একদিকে এক ব্যক্তি বসে আছে। যার গায়ের রং পোশাক দেখে সে বুঝতে পারলো যে ওই ব্যক্তি একজন ভারতীয়। ওই আমেরিকার ব্যক্তি কোন ভারতীয় কে পছন্দ করতো না।
তখন ওই আমেরিকান ব্যক্তি ওয়েটারকে গিয়ে বলল আজ আমার পক্ষ থেকে সবার জন্য ড্রিংস ফ্রী শুধুমাত্র ওই ভারতীয় ব্যক্তি ছাড়া। তারপর ওই আমেরিকান ব্যক্তি ওই ভারতীয় ব্যক্তির দিকে দেখলো, তখন ওই ভারতীয় ব্যক্তি আমেরিকান ব্যক্তিটি কে দেখে একটু হাসলো।
এতে আমেরিকান ব্যক্তি আরো রেগে গিয়ে বলল আজ আর পক্ষ থেকে সবার জন্য সব ফ্রি, যে যা চায় শুধুমাত্র ওই ভারতীয় ব্যক্তি ছাড়া। এবার ওই আমেরিকান এ ব্যক্তি একটু জোরেই বলল যাতে ওই ভারতীয় ব্যক্তি শুনতে পায়। এবার ওই ভারতীয় ব্যক্তি আমেরিকান ব্যক্তি কে বলল ধন্যবাদ।
তখন ওই আমেরিকান ব্যক্তি ওয়েটারকে জিজ্ঞেস করল ওই ভারতীয় ব্যক্তি পাগল কিনা তখন ওই ওয়েটার খুব শান্ত ভাবে বলল পাগল উনি না স্যার, উনার আপনাকে ধন্যবাদ জানানোটা স্বাভাবিক কারণ এই রেষ্টুরেন্টের মালিক উনি।
বাস্তব জীবনেও অনেক সময় এরকম হয় আমাদের কোনো শত্রু আমাদের ক্ষতি করতে এসে আমাদের ভালো করে ফেলে। তাই শত্রু নয় মিত্র বানাও।