অতিথি মৌমাছি

অতিথি মৌমাছি


আপনি যদি কখনো ছবির মতো এরকম কিছু দেখেন, তবে ভয় পাবেন না। পেস্ট কন্ট্রোল ডাকবেন না কিংবা কীটনাশক দিয়ে এদের মেরে ফেলবেন না। এই মৌমাছিগুলো এক এলাকা থেকে অন্য এলাকায় যাচ্ছে। শুধুমাত্র ২৪ ঘন্টার জন্য আপনার এখানে এসে থেমেছে। দয়া করে এদের বিরক্ত করবেন না এবং এদের কাছে যাওয়া থেকে বিরত থাকুন। তাহলে এরা আপনার কোনো ক্ষতি করবে না।

আপনি যদি তাদের সাহায্য করতে চান তবে একটি প্লেটে চিনির পানি মিশিয়ে রেখে দিন। মৌমাছিগুলো খেয়ে শক্তি অর্জন করবে এবং উড়ে চলে যাবে। 

আমাদের এই অতিথি মৌমাছিগুলোকে রক্ষা করতে হবে, তারা আমাদের বেঁচে থাকার অন্যতম একটি কারণ। মৌমাছি ছাড়া, পৃথিবীতে কোনো মানুষও থাকবে না।