অপ্রকাশিত

অপ্রকাশিত


কোনো এক ছেলে একটি মেয়েকে প্রপোজ করছে। কিন্তু মেয়েটি ছেলেটিকে তখন রিজেক্ট করে দেয়। এর পর ছেলেটি মেয়েকে আর ডিস্টার্ব করে নাই।কিন্তু মনে মনে ভালোবেসে যায়।আবার তাদের মাঝে যোগাযোগ হয়। এভাবে তাদের কথা হতে থাকে।আর মেয়েটি ছেলেটিকে ভালোবাসতে শুরু করে কিন্তু প্রকাশ করে না। 

কয়েক বছর পর....

মেয়েটির অন্য একটি ছেলের সাথে বিয়ে ঠিক।মেয়েটি বিয়েতে রাজি না।তখন ছেলেটাকে বলে ওকে ভালোবাসে।কিন্তু ছেলেটি তাকে বিয়ে করতে রাজি হয় না।

তখন মেয়েটি ছেলেটার বলা আগের একটা কথা মনে করিয়ে দেয়। কথাটি,"তোমার জন্য আমি সব সময় অপেক্ষা করবো।"

তবুও ছেলেটি রাজি হয় না। কারণ ছেলেটি...........

মেয়েটি অনেক কান্নাকাটি করে। বার বার বলে ওরা পালিয়ে যাবে। কিন্তু ছেলেটি রাজি হয় না।

কারন  ছেলেটি বেশি দিন বাঁচবে না,ছেলেটির ক্যান্সার।ও চায় না বিয়ে করে মেয়েটির জীবন নষ্ট হয়ে যাক। কিন্তু এই কথা মেয়েটিকে বলতে পারতাছে না। ছেলেটিও চায় না এমন ছেলের সাথে বিয়ে হোক মেয়েটির। অতঃপর মেয়েটি ছেলেটিকে ভুল বুঝতে শুরু করে।ভাবে ছেলেটি ওকে ভালোবাসে নাই। অন্যদিকে ছেলেটি বলতে পারতাছে না মেয়েটিকে। ওদের বিয়ে হয় না। আর মেয়েটির ভালো এক জায়গায় বিয়ে হয়। ছেলে হাসি খুশি থেকে মেয়েটিকে হারিয়ে ফেলে। যখন মেয়েটির বিয়ের ১ বছর চলে ছেলেটি তখন সবাই কে বলতে বাধ্য হয়। মেয়েটির একটা বাবু ও হয়।

ঠিক এর কিছু দিন পর ছেলেটি জন্মদিনের দিন ছেলেটি মারা যায়। আর মেয়েটি ছেলেটির কবরের কাছে গিয়ে বলে "শেষবার কেমোথেরাপি দেওয়ার আগে আমাকে ভালো থাকতে বলেছিলে। তোমার ক্যান্সারের কথা একবারও জানাওনি আমাকে, যদি আমি কষ্ট পাই সেকথা ভেবে। আমার অপ্রকাশিত ভালোবাসা গুলো প্রকাশের সুযোগটুকুও দিলে না।"