যা হয় ভালোর জন্যই।

যা হয় ভালোর জন্যই।


একদিন আকবর তাঁর প্রিয় তলোয়ারটি পরিষ্কার করছিলেন এবং তলোয়ার পরিষ্কার করতে করতে, তলোয়ার লেগে তাঁর আঙ্গুল কেটে গেল এবং প্রচুর রক্ত বের হতে লাগলো। সেই সময় মহারাজের প্রিয় বীরবল ও সেখানে ছিল। 

সে বললো মহারাজ যা হয় ভালোর জন্যই হয়, এই কথা শোনামাত্র মহারাজ খুব রেগে গেলেন এবং বীরবল কে বললেন - বীরবল তোমার এত সাহস আমার আঙ্গুল কেটে গেছে আর তুমি বলছো যা হয় ভালোর জন্যই হয়। মহারাজ রেগে সেনাপতি কে আদেশ দিলেন বীরবল কে বন্দি করার জন্য এবং বীরবল কে বন্দি করা হলো। 

কিছুদিন পর মহারাজা শিকারে গেলেন এবং জঙ্গলে ঘুরতে ঘুরতে সবার থেকে আলাদা হয়ে পড়লেন।

কিছুক্ষণ পর জঙ্গলে অধিবাসীরা রাজাকে বন্দী করে ফেললো এবং তারা রাজাকে নিয়ে গেল একটা মন্দিরের সামনে রাজা কে বলি দেওয়ার জন্য। তারা পূজা আরম্ভ করলো এবং বলির আয়োজন করতে লাগলো। 

হঠাৎ আদিবাসীদের মধ্যে একজন দেখতে পেলো রাজার একটা আঙুল কাটা আর তাদের নিয়ম অনুযায়ী কোন অসম্পূর্ণ মানুষের বলি দেয়া যায় না। তাই তারা রাজাকে ছেড়ে দিল তখন রাজার বীরবলএর কথা মনে পড়লো।

তিনি নিজের রাজ্যে ফিরে গিয়ে দ্রুত বীরবল এর কাছে গেলেন এবং বীরবল কে সব ঘটনা খুলে বললেন, সব শোনার পর বীরবল বললো আমি তো আগেই বলেছিলাম মহারাজ যা হয় ভালোর জন্যই হয় ।

মহারাজ এবার বললেন আচ্ছা সে না হয় বুঝলাম আমার সঙ্গে ভালো হয়েছে কিন্তু তোমার সঙ্গে কি ভালো হয়েছে শুনি। তখন বীরবল হেসে বলল আমার সঙ্গে তো আরো ভালো হয়েছে মহারাজ।

মহারাজ এবার একটু অবাক হয়ে বললেন কিভাবে?

বীরবল বলল দেখুন মহারাজ আপনি যদি আমাকে জেলে বন্দী না করতেন তাহলে আমিও আপনার সঙ্গে শিকারে যেতাম আর আপনারতো আঙ্গুল কাটা আছে বলে ওরা আপনাকে ছেড়ে দিত কিন্তু আমাকে ওরা বলি দিয়ে দিত সুতরাং যা হয় ভালোর জন্যই হয়। 


আমাদের জীবনেও মাঝে মাঝে এমন খারাপ কিছু হয় যার জন্য মনে হয় আমার সঙ্গে এত খারাপ কি করে হতে পারে, আসলে যেটাকে আমরা এত খারাপ ভাবি আসলে সেটা ততটাও খারাপ নয়, উল্টে ভালো কিছু হয় আমাদের জন্য কিন্তু তা আমরা বুঝতে পারি না।

এটা বোঝার জন্য শুধুমাত্র সময়ের প্রয়োজন, সময় পেরিয়ে গেলে ঠিক বুঝে যাবেন যে আপনার সঙ্গে কি ভাল হয়েছিল। 

আচ্ছা, ভাবুন তো এমন কোন ঘটনা যা আপনার সঙ্গে অতীতে হয়েছে এবং তখন আপনার খুব খারাপ লেগেছিল আর এখন ভাবুন তার জন্য আপনার কি কি ভালো হয়েছে বা হচ্ছে। তাই হয় ভালোর জন্যই হয়।