মজার জোকসঃ জাল টাকা

মজার জোকসঃ জাল টাকা


করিম জাল টাকা ছাপাতে ছাপাতে একদিন ভুলে একটা তিনশো টাকার নোট ছাপিয়ে ফেলে।

এই নিয়ে সে মহা টেনশনে পড়ে গেলো। এটা কি ফেলে দিতে মন চায়? শত হলেও তিনশো টাকা।

তাই সে এক মুদি দোকানে গিয়ে বলল, ভাই ৩০০ টাকার নোট ভাঙতি হবে?

দোকানদার গোমড়া মুখে বললো, হবে।

দোকানদার তিনশো টাকার নোট ভাঙতি করে দিলো করিমও বেশ তাড়াহুড়া করে ভাঙতি টাকাগুলো পকেটে ঢুকিয়ে সোজা বাসায় চলে এলো। 

বাসায় এসে করিম মনে মনে বলছে, বলদ দেখছি জীবনে অনেক, এই মুদি দোকানদারের মতো বলদতো দেখি নাই কোনদিন।

তিনশো টাকার নোট দিলো ভাঙতি। এই বলে হাসতে হাসতে পকেট থেকে ভাঙতি টাকাগুলো বের করে দেখে ৪ টা ৭৫ টাকার নোট।