দৃষ্টিভঙ্গি
একবার একটা গ্রামে একটা হাতি আসে। এর আগে ওই গ্রামে কোনদিন কেউ হাতি দেখেনি। সবাই খুব আনন্দের সঙ্গে হাতির চারিদিকে জড়ো হল হাতি দেখার জন্য। সেই গ্রামে চারজন অন্ধ ব্যক্তিও ছিল, তারাও সেই আনন্দে যোগ দিল।
ওই অন্ধ ব্যক্তিরা সবাই হাতি কে স্পর্শ করে অনুভব করল। এরপর ওই চার ব্যক্তি এক জায়গায় বসে যে যার মন্তব্য করতে লাগলো হাতি সম্বন্ধে।
প্রথম ব্যাক্তি হাতির শুঁড় স্পর্শ করেছিল তাই সে বললো, 'হাতি দেখতে অনেকটা সরু গাছের মতো।'
দ্বিতীয় ব্যক্তি হাতির লেজ স্পর্শ করেছিল তাই সে বললো, 'না হাতি দেখতে অনেকটা সাপের মতো।'
তৃতীয় ব্যক্তি হাতির কান স্পর্শ করেছিল তাই সে বললো, 'না হাতি দেখতে অনেকটা পাখার মতো।'
চতুর্থ ব্যক্তি হাতির শরীর স্পর্শ করেছিল তাই সে বললো, 'না হাতি দেখতে অনেকটা দেওয়াল এর মতো।'
এই নিয়ে ওই চারজন ব্যক্তির মধ্যে বচসা শুরু হয়ে গেল। এই সময় পাশ দিয়ে একজন বয়স্ক লোক যাচ্ছিলেন যিনি চোখে দেখতে পান তিনি বললেন -তোমরা সবাই ঠিক আবার সবাই ভুল। আসলে তোমরা সবাই হাতির এক একটা অঙ্গ স্পর্শ করেছো সুতরাং হাতি দেখতে তোমরা চারজন যা যা অনুভব করেছো তার সমন্বয়।
আমরা জীবনেও এই একই ভুল করি। আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে কোন সমস্যা বিচার করে থাকি। অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা সেই ব্যাপারটা দেখার চেষ্টাই করি না। তাই যদি কোন ব্যক্তি তোমাকে কোন সমস্যার কথা বলে তাহলে তার দৃষ্টিভঙ্গি থেকেও ব্যাপারটা দেখো তাহলে হয়তো বুঝতে পারবে কেন ওই ব্যক্তি এমন বলছে।